ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

তুইতালে হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১০:১৫:৫২ অপরাহ্ন
তুইতালে হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত তুইতালে হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার আজ ২৬ অক্টোবর, শনিবার, দুপুর বারটায় তুইতাল ও সোনাবাজু অঞ্চলের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। তুইতাল চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ শিক্ষা সেমিনারে তুইতাল ক্রেডিটের চেয়ারম্যান মি. খ্রীষ্টফার গমেজের সভাপতিত্বে ও সোসাইটির লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, তুইতাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার পংকজ প্লাসিড রড্রিক্স, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মিসেস অঞ্জলী দেছা, মি. স্টিফেন গমেজ, মি. ডেজমন্ড রোজারিও, মি. আলবার্ট গমেজ, মি. প্রতাপ পেরেরা, মি. অতুল রোজারিওসহ প্রমুখগণ। সেমিনারের প্রথমেই পাল পুরোহিত ফাদার পংকজ রড্রিক্স প্রার্থনা পরিচালনা করেন এবং রোজের দলের ছোট্ট সোনামনিদের পরিবেশনায় বরণ নৃত্যের মধ্য দিয়ে সকল স্বাগত জানানো হয়।

সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল হাউজিং সোসাইটির বর্তমান উন্নয়ন ও সাফল্য এবং অর্জনসমূহ প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র প্রতিবেদনসহ বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারের প্রধান অতিথি সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন মূল বক্তব্য প্রদানের মাধ্যমে সোসাইটির সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। তিনি সদস্যদের প্রতি সচেতন হতে আহ্বান করেন যেন হাউজিং সোসাইটির উন্নয়ন ধারাবাহিকভাবে ধরে রাখা যায় এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন।

হাউজিং সোসাইটির স্থানীয় প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষণ কমিটির সেক্রেটারি মি. জন গমেজ ও সদস্য-মিসেস মায়া মনিকা গাঙ্গুলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষা সেমিনারে হাউজিং সোসাইটির ভূয়সী প্রশংসা করে কর্মকর্তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানান এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

শিক্ষা সেমিনারে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। তুইতাল ও সোনাবাজু ধর্মপল্লীর প্রায় ৪৫০ জনের অধিক সদস্য-সদস্যা ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণ করেন।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।