হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার আজ ২৬ অক্টোবর, শনিবার, দুপুর বারটায় তুইতাল ও সোনাবাজু অঞ্চলের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। তুইতাল চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ শিক্ষা সেমিনারে তুইতাল ক্রেডিটের চেয়ারম্যান মি. খ্রীষ্টফার গমেজের সভাপতিত্বে ও সোসাইটির লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, তুইতাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার পংকজ প্লাসিড রড্রিক্স, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মিসেস অঞ্জলী দেছা, মি. স্টিফেন গমেজ, মি. ডেজমন্ড রোজারিও, মি. আলবার্ট গমেজ, মি. প্রতাপ পেরেরা, মি. অতুল রোজারিওসহ প্রমুখগণ। সেমিনারের প্রথমেই পাল পুরোহিত ফাদার পংকজ রড্রিক্স প্রার্থনা পরিচালনা করেন এবং রোজের দলের ছোট্ট সোনামনিদের পরিবেশনায় বরণ নৃত্যের মধ্য দিয়ে সকল স্বাগত জানানো হয়।
সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল হাউজিং সোসাইটির বর্তমান উন্নয়ন ও সাফল্য এবং অর্জনসমূহ প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র প্রতিবেদনসহ বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারের প্রধান অতিথি সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন মূল বক্তব্য প্রদানের মাধ্যমে সোসাইটির সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। তিনি সদস্যদের প্রতি সচেতন হতে আহ্বান করেন যেন হাউজিং সোসাইটির উন্নয়ন ধারাবাহিকভাবে ধরে রাখা যায় এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন।
হাউজিং সোসাইটির স্থানীয় প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষণ কমিটির সেক্রেটারি মি. জন গমেজ ও সদস্য-মিসেস মায়া মনিকা গাঙ্গুলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষা সেমিনারে হাউজিং সোসাইটির ভূয়সী প্রশংসা করে কর্মকর্তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানান এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
শিক্ষা সেমিনারে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। তুইতাল ও সোনাবাজু ধর্মপল্লীর প্রায় ৪৫০ জনের অধিক সদস্য-সদস্যা ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণ করেন।