হাউজিং সোসাইটির মঠবাড়ী ধর্মপল্লীতে নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত
-
আপলোড সময় :
০২-১২-২০২৪ ১০:২৮:১৬ পূর্বাহ্ন
-
মঠবাড়ী ধর্মপল্লীতে নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ
সদস্যদের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে মঠবাড়ী ধর্মপল্লীতে হাউজি সোসাইটির সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন তার সুনিপুন চিন্তাধারায় সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া ও কর্মকর্তাবৃন্দ; মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জ্বল এল রোজারিও সিএসসি, মঠবাড়ী ক্রেডিটের চেয়ারম্যান মি. রঞ্জন পেরেরা, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মি. পলাশ গমেজ ও ধর্মপল্লীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদ্বয়সহ সকলে উদ্বোধনী ফিতা কাটেন এবং ফাদার উজ্জ্বল রোজারিও সিএসসি অফিস ভবনটি পবিত্র জল দ্বারা আশীর্বাদিত করেন।
অনুষ্ঠানে সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল চেয়ারম্যানের পক্ষে সবাইকে স্বাগত জানান এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। এ সময়ে মঠবাড়ী নেতৃবৃন্দ হাউজিং সোসাইটির মঠবাড়ীতে সকল প্রকল্প গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সহযোগিতার হাত প্রসারিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং উদ্বোধনী ও আশীর্বাদ অনুষ্ঠানে ধন্যবাদের সাথে সমাপনী বক্তব্য প্রদান করেন এবং ফাদার উজ্জ্বল রোজারিও’র প্রাথর্নার মধ্য দিয়ে শেষ হয়
নিউজটি আপডেট করেছেন : Admin
কমেন্ট বক্স