গুলশান-ভাটারা-নদ্দায় বসবারত হাউজিং সোসাইটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা। নয়ানগর ডি’মাজেনড্ গির্জার সেন্ট ইউজিন সেন্টারে ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের উপস্থিতিতে সভাপতিত্ব করেন শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ও সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও। সভায় আরও উপস্থিত ছিলেন ভাটারা ঐশ করুণা গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার শিশির কোড়াইয়া, সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন নয়ানগর ক্রেডিটের চেয়ারম্যান মি. রিপন সরদার, উত্তরবঙ্গ বহুমূখী সমিতির চেয়ারম্যান মি. মার্শেল ডি’কস্তা, ঢাকাস্থ বোর্ণী ক্রেডিটের চেয়ারম্যান মি. আগষ্টিন কস্তা’সহ প্যারিস কাউন্সিলের সদস্য, মারীয়া সেনা সংঘ, বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি আসনগ্রহণ, প্রার্থনা, বরণ নৃত্য, ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা বক্তব্য দিয়ে সাজানো হয়। ফাদার শীতল কস্তা প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন। এরপর স্থানীয় শিল্পীবৃন্দের সমন্বয়ে বরণ নৃত্য ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষা সেমিনারে প্রথমেই সভার সভাপতি, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও সকলকে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান। এরপর সোসাইটির লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও বক্তব্য প্রদান করেন। তিনি সোসাইটি হতে একজন সদস্য লোন নিয়ে কি কাজ করেন, কি কাজ করলে ভাল হয়, ঋণের অর্থ কোথায় ব্যয় করলে পরিবারের জন্য উপকার বয়ে আনবে বা কিভাবে একজন ঋণ নিয়ে উন্নয়নশীল কাজ করতে পারেন এ বিষয়ে আলোকপাত করেন। তিনি ঋণখেলাপীর অসুবিধাগুলো তুলে ধরেন।
এরপর সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল হাউজিং সোসাইটির সামগ্রিক উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির অবদান তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বর্তমান ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নিয়ে ২২২ কোটি টাকা থেকে কিভাবে ৩৫০০ কোটি টাকায় সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে পেরেছেন তা তথ্য-উপাত্ত তুলে ধরেন। আয়মূলক প্রকল্পগুলো কিভাবে, বিনিয়োগের পরিমাণ ও বর্তমান অবস্থান তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
এ পর্যায়ে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন শিক্ষা সেমিনারে মূল বক্তা হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি দায়িত্বভার গ্রহণ করে তার পরিষদ নিয়ে সোসাইটিকে আজ উন্নয়নে শিখরে তুলে এনেছেন-এ সম্পর্কে অত্যন্ত তাৎপর্যময় বক্তব্য উপস্থাপন করেন। তিনি সোসাইটিতে উন্নয়নের এই ধারা অব্যাহতভাবে সচল রাখতে সকলকে আহ্বান জানান। তিনি হাউজিং সোসাইটির কল্যাণে আগামীতে আরও কি কি আয়মূলক প্রকল্প গ্রহণ করলে সদস্যবৃন্দ উপকৃত হবে সে কথাও জানান। তিনি নানা অপপ্রচারে বিভ্রান্তি না হয়ে সত্যের ধারক হয়ে কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষা সেমিনারে স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে হাউজিং সোসাইটির সাফল্যে অবদান রাখতে ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদসহ ভূয়সী প্রশংসা করেন।
পরিশেষে, ডিরেক্টর শুভ রঞ্জন চিসিম সমাপনী বক্তব্য প্রদান করেন এবং ফাদার শীতল কস্তা’র প্রার্থনা মধ্য দিয়ে শিক্ষা সেমিনার ও মতনিবিনময় সভা শেষ হয়। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মি. বাধন চিরান ও অংকুর কস্তা। সভায় প্রায় পাঁচ শতাধিক সদস্য-সদস্যা ও শুভাকাঙ্ক্ষীব উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Admin