মি. আগষ্টিন পিউরীফিকেশনের বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন
-
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ১০:৩৫:৫১ অপরাহ্ন
-
বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন
সমবায় অঙ্গনে বিশেষ অবদানের জন্য দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ সম্মাননা গ্রহণ করেছেন।
আনুষ্ঠানিকভাবে রবিবার বিজনেস ডাইজেস্টের পক্ষে চেয়ারম্যানের হাতে এ সম্মাননা তুলে দেন সম্পাদক ও প্রকাশক জনাব মোহম্মদ শাহেদুল্লাহ প্রিন্স।
৩ ডিসেম্বর ২০২৪ খ্রি, মঙ্গলবার, বাংলাদেশ জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন।
হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ইতিমধ্যে ব্যক্তি পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন : জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী স্বর্ণপদক পুরস্কার অর্জন (২০১৫); কলকাতায় ‘মৈত্রী সম্মাননা-২০১৮’ অর্জন; নেপাল বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার-২০১৯ অর্জন ; কোভিড-১৯ বিশেষ অবদান রাখায় ‘গান্ধী পীচ্ এ্যাওয়ার্ড-২০২০’ অর্জন; কোভিড-১৯ বিশেষ অবদানের জন্যে ‘স্টার অব দ্যা ইয়ার-২০২০’ অর্জন; বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন- ‘সমাজরত্ন সম্মাননা-২০২১’ অর্জন; সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখায় Bifa Awards-2023অর্জন।
সোসাইটির স্বর্ণপদক অর্জন : দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ৪৯তম জাতীয় সমবায় দিবসে জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার-২০১৯ স্বর্ণপদক অর্জন করেন। ২০২০ খ্রিষ্টাব্দের ৭ নভেম্বর সোসাইটির চেয়ারম্যান এ পুরস্কার গ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Admin
কমেন্ট বক্স