ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

​​​​​​​মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন
​​​​​​​মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠিত ​​​​​​​মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠিত

ঢাকাস্থ মুজিবনগর খ্রিষ্টান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠান ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় ঢাকা ওয়াইএমসিএ, মিরপুর-১০ এ অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ মুজিবনগর খ্রিষ্টান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত চেয়ারম্যান মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ডিরেক্টর মি. উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু, ডিরেক্টর  মি: প্রদীপ এ গমেজ, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মিস জাস্টিনা বিশ্বাস, ঋণদান কমিটির সদস্য রানা দাস ও  মারীয়া সূচিত্র আলমিদা। আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের লোন কমিটির সেক্রেটারী মি. মোশী মন্ডল এবং বল্লভপুর সমবায় সমিতির সভাপতি মি. বাবু মন্ডল। 

অনুষ্ঠানের শুরুতেই প্রাক-বড়দিন উপলক্ষে সমিতির শিশু সঞ্চয় প্রকল্পের ছেলে-মেয়েদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর বড়দিনের বিশেষ কেক কাটা হয়। 



পরবর্তীতে সমিতির বিশেষ সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সমিতির বিগত বছরের চিত্র তুলে ধরেন। ২ বছরের মধ্যে সমিতির বর্তমান মূলধনের পরিমান ৪৪ লক্ষ টাকার বেশী বলে তিনি জানান। ইতিমধ্যে রতনপুর গ্রামে ৪১.২৫ শতাংশ এবং মঠবাড়ীতে ৭.৭০ শতাংশ জমি সমিতির নামে ক্রয় করা হয়েছে বলেও তিনি জানান। সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির এই অল্প সমেেয় উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রশংসা করেন। এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্যও সকলকে একত্রে কাজ করা বিষয়ে তাগিদ দেন সমিতির চেয়ারম্যান।

বিশেষ সাধারণ সভায় সমিতির কার্যক্রমকে আরো বেগবান করতে চেয়ারম্যানের প্রস্তাবনায় ও সকল সদস্যদের সমর্থনে ৩জনকে ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্তি করা হয়। ১। প্রবীর মন্ডল - সেক্রেটারী, ২। শিখা হালসানা - ডিরেক্টর, ৩। বরুণ গিলবার্ট মন্ডল।

অনুষ্ঠান শেষে সভায় উপস্থিত সকলে বড়দিনের কির্তন গেয়ে আনন্দ উল্লাস করেন।
 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।