ঢাকাস্থ মুজিবনগর খ্রিষ্টান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠান ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় ঢাকা ওয়াইএমসিএ, মিরপুর-১০ এ অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ মুজিবনগর খ্রিষ্টান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত চেয়ারম্যান মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ডিরেক্টর মি. উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু, ডিরেক্টর মি: প্রদীপ এ গমেজ, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মিস জাস্টিনা বিশ্বাস, ঋণদান কমিটির সদস্য রানা দাস ও মারীয়া সূচিত্র আলমিদা। আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের লোন কমিটির সেক্রেটারী মি. মোশী মন্ডল এবং বল্লভপুর সমবায় সমিতির সভাপতি মি. বাবু মন্ডল।
অনুষ্ঠানের শুরুতেই প্রাক-বড়দিন উপলক্ষে সমিতির শিশু সঞ্চয় প্রকল্পের ছেলে-মেয়েদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর বড়দিনের বিশেষ কেক কাটা হয়।
পরবর্তীতে সমিতির বিশেষ সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সমিতির বিগত বছরের চিত্র তুলে ধরেন। ২ বছরের মধ্যে সমিতির বর্তমান মূলধনের পরিমান ৪৪ লক্ষ টাকার বেশী বলে তিনি জানান। ইতিমধ্যে রতনপুর গ্রামে ৪১.২৫ শতাংশ এবং মঠবাড়ীতে ৭.৭০ শতাংশ জমি সমিতির নামে ক্রয় করা হয়েছে বলেও তিনি জানান। সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির এই অল্প সমেেয় উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রশংসা করেন। এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্যও সকলকে একত্রে কাজ করা বিষয়ে তাগিদ দেন সমিতির চেয়ারম্যান।
বিশেষ সাধারণ সভায় সমিতির কার্যক্রমকে আরো বেগবান করতে চেয়ারম্যানের প্রস্তাবনায় ও সকল সদস্যদের সমর্থনে ৩জনকে ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্তি করা হয়। ১। প্রবীর মন্ডল - সেক্রেটারী, ২। শিখা হালসানা - ডিরেক্টর, ৩। বরুণ গিলবার্ট মন্ডল।
অনুষ্ঠান শেষে সভায় উপস্থিত সকলে বড়দিনের কির্তন গেয়ে আনন্দ উল্লাস করেন।
নিউজটি আপডেট করেছেন : Admin