
অনুষ্ঠানে নেতৃবিন্দ অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশগ্রহন করেন। তারা বলেন, হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান তার দুরদর্শি চিন্তা, পরিশ্রম ও সৎসাহস নিয়ে যেভাবে হাউজিং সোসাইটিকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন তা সত্যি প্রসংসার দাবিদার, এই জন্য তাকে ধন্যবাদ জানান এবং মি. আগষ্টিন পিরীফিকেশনের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

হাউজিং সোসাইটির চেয়ারম্যান তাঁর শুভেচ্ছা বক্তেব্য বলেন, সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের প্রতি আস্তা ও বিশ্বাসের ফলেই তাদের বিনিয়োগ হাউজিং সোসাইটিতে রেখেছে, আজ প্রমাণিত হয়েছে যে হাউজিং এ বিনিয়োগ মানেই টেশসয় ও মজবুত বিনিয়োগ; যার ফলে সোসাইটি আজ উন্নয়নের শিখরে উঠেছে। সম্মানিত চেয়ারম্যান তার বক্তব্যে বলেন খুলনা বিভাগীয় খ্রিস্টান ফোরাম আজ যেভাবে একত্রিত হয়েছে তা যেন সর্বদা অটুট থাকে, তিনি সেই আশা ব্যক্ত করেন।
