গত ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকায় ভাটারা ঐশ করুণা গির্জায় ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও ভাটারা খ্রীষ্টান হাউজিং সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) দু’টি প্রতিষ্ঠানের যাত্রা ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন ভাটারা ঐশ করুণা গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা, হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল ও ভাটারায় বসবাসরত ঊনত্রিশ জন সদস্য। প্রথমেই ফাদার শীতল কস্তা’র প্রার্থনার মধ্যদিয়ে সভাটি শুরু হয়।
সভার সভাপতি ও হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের অনুমোদনক্রমে ও প্রধান পৃষ্ঠপোষক ফাদার শীতল কস্তা’র উপস্থিতিতে ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও ভাটারা খ্রীষ্টান হাউজিং সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) প্রতিষ্ঠান দু’টির নাম এবং আগামী তিন বছরের জন্য আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ভাটারা ঐশ করুণা গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা’কে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দু’টি চ্যাপ্টারের দায়িত্ব পালন করার নাম ঘোষণা করা হয়।

হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল প্রতিষ্ঠান দু’টির লক্ষ্য ও উদ্দেশ্য কি তা তিনি তুলে ধরেন। ভাটারা ১,২,৩ ও ৪ নং প্রকল্পে বসবাসরত সকল এলোটিদের সমন্বয়ে গঠিত হয় ‘ভাটারা খ্রীষ্টান হাউজিং সমাজ কল্যাণ সোসাইটি’ ও সার্বজনীন বা আন্তঃধর্মীয় সম্প্রীতির বন্ধনে ‘ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (প্রস্তাবিত)। ভাটারা সমাজ কল্যাণ সোসাইটির কাজ হবে সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-সহ অত্র অঞ্চলে থানা, বিভিন্ন সমাজ ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্রের উন্নয়ন কাজে সহযোগী হওয়া। যেহেতু ভাটারা প্রকল্পে বিভিন্ন জনগোষ্ঠী ও বিভিন্ন ধর্মের অনুসারী বসবাস সেহেতু সার্বজনীনভাবে ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সকলেই সদস্য হতে পারবে। দু’টি প্রতিষ্ঠানই দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সঙ্গে সম্পৃক্ত থেকে একই সঙ্গে কাজ করে এগিয়ে যাবে। প্রতিষ্ঠান দু’টি সুষ্ঠভাবে এর কার্যক্রম পরিচালনা জন্য আগামী তিন বছর দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাটারায় সোসাইটির অফিস ব্যবহার করার সুযোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও ভাটারা সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) প্রতিষ্ঠান দু’টির বিষয়ে প্রাথমিক আলাপ আলোচনা শেষে ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, শনিবার, সন্ধ্যা ৭টায় ভাটারা ঐশ করুণা কাথলিক গির্জার আওতাধীন সোসাইটির ভাটারা ১, ২, ৩ ও ৪নং প্রকল্প এলাকায় বসবাসরত এলোটিদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নাম প্রস্তাবিত আকারে ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে ‘ভাটারা সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) ও ভাটারা (সার্বজনীন) কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের প্রাথমিক প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করা হয়। শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। ভাটারা প্রকল্পের উপদেষ্টা আলহাজ্¦ জনাব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি হিসেবে ভাটারা ঐশ করুণা কাথলিক গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা, সহকারী পাল-পুরোহিত ফাদার রিগ্যান কস্তা, মি. নিখিল গমেজ, মি. সমর বার্নার্ড কস্তা, মি. নিত্য অধিকারী, মি. ডন অধিকারী, মিসেস লেয়া অধিকারী, মি. তাপস সরকার প্রমুখ ব্যক্তিগণসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।