ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম :
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ” ইস্টারের দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস বৈশাখী আমেজে মাতোয়ারা রাজধানীবাসী ​​​​​​​হাউজিং সোসাইটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদ্য বিদায়ী কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫" শুরু; পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা কাককো লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিশপ সম্মিলনীর বিশপ ও ভাটিকান দূতাবাসের সেক্রেটারীর রাজশাহী ধর্মপ্রদেশে তীর্থযাত্রা ঢাকা ক্রেডি‌ট ইউনিয়নের আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস কীভাবে এল, প্রথম কবে কোথায় পালিত হলো ​​​​​​​খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকার আর্চবিশপের সঙ্গে হাউজিং সোসাইটির নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উদযাপন ​​​​​​​কালবের সিইউডিসিসি প্রশিক্ষণার্থীদের হাউজিং সোসাইটি পরিদর্শন ও মতবিনিময় সভা সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালকের সাথে হাউজিং সোসাইটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঢাকা বিভাগীয় নব‌নিযুক্ত যুগ্ম নিবন্ধক মহোদয়ের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠান

ভাটারায় নব উদ্দীপনায় ক্রেডিট ইউনিয়ন ও সমাজ কল্যাণ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৭:২৫:৩৭ অপরাহ্ন
ভাটারায় নব উদ্দীপনায় ক্রেডিট ইউনিয়ন ও সমাজ কল্যাণ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু ভাটারায় ক্রেডিট ইউনিয়ন ও সমাজ কল্যাণ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

গত ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকায় ভাটারা ঐশ করুণা গির্জায় ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও ভাটারা খ্রীষ্টান হাউজিং সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) দু’টি প্রতিষ্ঠানের যাত্রা ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন ভাটারা ঐশ করুণা গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা, হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল ও ভাটারায় বসবাসরত ঊনত্রিশ জন সদস্য। প্রথমেই ফাদার শীতল কস্তা’র প্রার্থনার মধ্যদিয়ে সভাটি শুরু হয়। 

সভার সভাপতি ও হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের অনুমোদনক্রমে ও প্রধান পৃষ্ঠপোষক ফাদার শীতল কস্তা’র উপস্থিতিতে ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও ভাটারা খ্রীষ্টান হাউজিং সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) প্রতিষ্ঠান দু’টির নাম এবং আগামী তিন বছরের জন্য আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ভাটারা ঐশ করুণা গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা’কে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দু’টি চ্যাপ্টারের দায়িত্ব পালন করার নাম ঘোষণা করা হয়। 


হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল প্রতিষ্ঠান দু’টির লক্ষ্য ও উদ্দেশ্য কি তা তিনি তুলে ধরেন। ভাটারা ১,২,৩ ও ৪ নং প্রকল্পে বসবাসরত সকল এলোটিদের সমন্বয়ে গঠিত হয় ‘ভাটারা খ্রীষ্টান হাউজিং সমাজ কল্যাণ সোসাইটি’ ও সার্বজনীন বা আন্তঃধর্মীয় সম্প্রীতির বন্ধনে ‘ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (প্রস্তাবিত)। ভাটারা সমাজ কল্যাণ সোসাইটির কাজ হবে সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-সহ অত্র অঞ্চলে থানা, বিভিন্ন সমাজ ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্রের উন্নয়ন কাজে সহযোগী হওয়া। যেহেতু ভাটারা প্রকল্পে বিভিন্ন জনগোষ্ঠী ও বিভিন্ন ধর্মের অনুসারী বসবাস সেহেতু সার্বজনীনভাবে ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সকলেই সদস্য হতে পারবে। দু’টি প্রতিষ্ঠানই দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সঙ্গে সম্পৃক্ত থেকে একই সঙ্গে কাজ করে এগিয়ে যাবে। প্রতিষ্ঠান দু’টি সুষ্ঠভাবে এর কার্যক্রম পরিচালনা জন্য আগামী তিন বছর দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ভাটারায় সোসাইটির অফিস ব্যবহার করার সুযোগ গ্রহণ করেছেন। 

উল্লেখ্য যে, ভাটারা ঐশ করুণা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও ভাটারা সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) প্রতিষ্ঠান দু’টির বিষয়ে প্রাথমিক আলাপ আলোচনা শেষে ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, শনিবার, সন্ধ্যা ৭টায় ভাটারা ঐশ করুণা কাথলিক গির্জার আওতাধীন সোসাইটির ভাটারা ১, ২, ৩ ও ৪নং প্রকল্প এলাকায় বসবাসরত এলোটিদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নাম প্রস্তাবিত আকারে ঘোষণা করা হয়।  উক্ত অনুষ্ঠানে ‘ভাটারা সমাজ কল্যাণ সোসাইটি (প্রস্তাবিত) ও ভাটারা (সার্বজনীন) কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের প্রাথমিক প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করা হয়। শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। ভাটারা প্রকল্পের উপদেষ্টা আলহাজ্¦ জনাব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি হিসেবে ভাটারা ঐশ করুণা কাথলিক গির্জার পাল পুরোহিত ফাদার শীতল কস্তা, সহকারী পাল-পুরোহিত ফাদার রিগ্যান কস্তা, মি. নিখিল গমেজ, মি. সমর বার্নার্ড কস্তা, মি. নিত্য অধিকারী, মি. ডন অধিকারী, মিসেস লেয়া অধিকারী, মি. তাপস সরকার প্রমুখ ব্যক্তিগণসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”

কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”