দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর আয়বর্ধকমূলক প্রকল্প সেন্ট ফিলোমিনা মা-শিশু এণ্ড জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি, আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই ও সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সকাল সারে দশটায় সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।


এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন ধরেণ্ডা গির্জার পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ, সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, বর্তমান পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, বর্তমান আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি. রতন এইচ পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মি. মাইকেল গমেজ, মি. যোয়াকিম মন্ডল, ডা: মেবেল রোজারিও, মি. শীতল গমেজ, মি. জোনাস গমেজ, মি. আদম ডি’ কস্তা, মি. উজ্জ্বল শিমোন রোজারিও, মি. প্রভাত ডি’ রোজারিও, মি. মিল্টন ডি’ রোজারিও, মি. জুয়েল ক্রুশ , মি. বিপুল এল গমেজ ট্রেজারার, ডা. জেসী রোজারিও। এ সময়ে ধরেণ্ডা ধর্মপল্লীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুইশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।


আর্চবিশপ মহোদয় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করে পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে আশীর্বাদিত করেন। এরপর অতিথিবৃন্দসহ নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, সেন্ট ফিলোমিনা মা-শিশু এণ্ড জেনারেল হাসপাতালটি ধরেণ্ডার রাজাসনে পলুর মার্কেটে ১০০ শয্যাবিশিষ্ট তৈরী করা হচ্ছে।
