২৬ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায়, সোসাইটির প্রধান কার্যালয়ে কালবের সিইউডিসিসি প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ পরিদর্শনে করেন। এ সময়ে সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাগণ সকলকে স্বাগত জানান। সোসাইটির প্রধান কার্যালয়ের প্রতিটি বিভাগে পরিদর্শন শেষে অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। সেক্রেটারি মি. পেপিলন এইচ. পিউরীফিকেশনের সঞ্চালনায় সভার সভাপতির সঙ্গে মঞ্চে আসনগ্রহণ করেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, কালবের জেনারেল ম্যানেজার মি. প্যাট্রিক পালমা, কালবের ডিজিএম জনাব আব্দুল মান্নান।

এরপর সার্বজনীন প্রার্থনা ও ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হয়। সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শুভেচ্ছা বক্তব্য ও সোসাইটির উন্নয়ন চিত্র নিয়ে একটি স্থিরচিত্র প্রদর্শন করেন। এ সময়ে বক্তব্য প্রদান করেন পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, কালবের জিএম মি. প্যাট্রিক পালমা ও কালবের ডিজিএম জনাব আব্দুল মান্নান।

পরিশেষে ভাইস-চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন। উল্লেখ্য, কালব কর্তৃক আয়োজিত সিইউডিসিসি প্রশিক্ষণে সারাদেশ থেকে ত্রিশ জন বিভিন্ন সমিতির পক্ষ থেকে অংশগ্রহণ করেন।