৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সন্ধ্যা সাড়ে ৬টায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইট সেভারসের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হলিক্রস সিস্টারস্-এর এরিয়া কোর্ডিনেটর সিস্টার তেরেজা পুষ্প গমেজ সিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি, আগষ্টিন প্রতাপ গমেজ উপস্থিত থেকে শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠানে এ সময়ে সোসাইটির সেক্রেটারি মি, পেপিলন এইচ পিউরীফিকেশন ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি, নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর চেয়াম্যান মি, পংকজ গিলবার্ট কস্তা, ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব ওয়াইএমসিএ’র এক্সিকিউটিভ মেম্বার মি, বাবু মার্কুজ গমেজ, তেজগাঁও হলি রোজারি গির্জার পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ, বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিয়ে ৫জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এদিকে নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ থেকেও ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সমিতির প্রেসিডেন্ট মি. রিচার্ড রিপন সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির পরিচালক মণ্ডলীর সদস্য মি. হিলারিউস হাউই সহ সমিতির কর্মকর্তা ও সাধারণ সদস্য-সদস্যাবৃন্দ।
