ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিট ইয়ুথ ফেস্ট টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫০:১৯ অপরাহ্ন
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিট ইয়ুথ ফেস্ট টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ ছবি - ঢাকা ক্রেডিট

সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খ্রিষ্টান সমাজের হাজারো যুবাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিট ইয়ুথ ফেস্ট টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ। একই সাথে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র ১২১তম জন্মবার্ষিকী পালন করা হয়। ৩ মে, দিনব্যাপী ‘আওয়াজ তোল, তোল ঝংকার: যুব প্রাণ আমাদের অহংকার’ মূলসুর নিয়ে এই যুব উৎসব অনুষ্ঠিত হয়।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:’র চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ওয়ার্ল্ড ওয়াইএমসিএএস’র নির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার জোনাস গমেজ। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টও, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন খ্রিষ্টান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুব উৎসব ও ফাদার ইয়াং-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায়। এদিন সকাল ১০টায় যুবাদের অংশগ্রহণে আর্চবিশপ বিজয় খ্রিষ্টযাগ অর্পন করেন। এরপর ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে শ্রদ্ধাঞ্জলী ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা ক্রেডিট, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন, কাককো লি:, ঢাকা ক্রেডিট স্ট্যাফ ওয়েল ফেয়ারের নেতৃবৃন্দ ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে পুষ্পস্তবক অর্পন করেন।



এরপর অতিথিবৃন্দ যুবাদের নিয়ে বেলুন ও পায়ড়া উড়িয়ে যুব উৎসব-২০২৫’র শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে যুবাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এসে শেষ হয় এবং যুব উৎসবের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নেতৃবৃন্দরা পতাকা নিয়ে শোভযাত্রা করেন। এরপর ঢাকা ক্রেডিটের কর্তকর্তাদের যুবাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এবং ফাদার ইয়াং-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ সহভাগিতা করা হয়। এ সময় অতিথিবৃন্দ ও যুব নেতৃবৃন্দ উৎসবের মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং যুব উৎসবের থিমসং পরিবেশনা করা হয়।



শুভেচ্ছা বক্তব্যে ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টও এবং ছাত্র ও যুব বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শিপন রোজারিও সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই, তিনি সকল যুবাদের এই উৎসবে আসার জন্য অভিনন্দন জানান এবং যুবক-যুবতীদের লক্ষ নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শদেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, পংকজ গিলবার্ট কস্তা এবং বাবু মার্কুজ গমেজ।

বিশেষ অতিথির বক্তব্যে হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ বলেন, ‘তোমরা স্বপ্ন বড় দেখবে, এবং তা বাস্তবায়ন করতে হবে। কঠোর পরিশ্রম করে তোমাদের সফল হতে হবে। তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং তার জন্য সাধনা, চেষ্টা এবং ধৈর্য ধরতে হবে। আমরা বিশ্বাস করি তোমার সমাজে পরিবর্তন আনতে পারবে। একদিন তোমরাই সমাজের নেতৃত্ব দিবে। আমরা তোমাদের পাশে আছি।’



যুব উৎসবে ‘খ্রিষ্টান সমাজ ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেতৃত্বদানে যুবকদের কার্যকরী সম্পর্ক’ বিষয়ে বাবু মার্কুজ গমেজ, ‘যুবক-যুবতীদের উচ্চশিক্ষা, সমাজ বিনির্মাণ ও জাতীয় উন্নয়নে ভ‚মিকা রাখার ক্ষেত্রে করণীয়’ বিষয়ে ডেভলপমেন্ট কমিউনিকেশন এক্সপার্ট হুমায়রা সুলতানা, ‘পেশা নির্বাচনের প্রস্তুতি’ বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মী সাগর মারান্ডী, ‘যুবক-যুবতীদের নিয়ে খ্রিষ্টীয় আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর করণীয় এবং আমাদের ভাবনা’ নিয়ে সেক্রেটারি মাইকেল জন গমেজ বিষয়ভিত্তিক আলোচনা করেন।

যুব উৎসবে দেশের অন্যতম ব্যান্ড আর্টসেল’র ভোকালিস্ট জর্জ লিংকন কস্তাকে সম্মাননায় ভ‚ষিত করা হয়। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে এদিন সম্মাননা প্রদান করা হয়। দিনের শেষে যুবাদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে কনসার্ট ও ডিজে সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংবাদ : ডিসি নিউজ  

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।