ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ : ট্রাম্প, ‘মূল কারণগুলো’ নির্মূল করতে হবে : পুতিন গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে হাউজিং সোসাইটিকে জ‌ড়িয়ে সাবেক চেয়ারম্যান আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশনের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরু‌দ্ধে প্রতিবাদ জানিয়েছে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু না ফেরার দেশে ​​​​​​​চলে গেলেন “শা‌ন্তির নীড়” গেস্ট হাউজের কর্মী সাধন চিরাণ  আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি

হাউজিং সোসাইটির কর্মকর্তা-কর্মীবৃন্দের বার্ষিক “রিট্রিট-২০২৫” অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৯:০০:১৬ অপরাহ্ন
হাউজিং সোসাইটির কর্মকর্তা-কর্মীবৃন্দের বার্ষিক “রিট্রিট-২০২৫” অনুষ্ঠিত হাউজিং সোসাইটির কর্মকর্তা-কর্মীবৃন্দদের রিট্রিট অনুষ্ঠানে খ্রিষ্টযাগ

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সকল কর্মীবৃন্দ ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক “রিট্রিট-২০২৫”। 

নীড় সংবাদ ।  ঢাকা 

“সাফল্যের পথে আরো একধাপ এগিয়ে হাউজিং সোসাইটি...” এই মূলমন্ত্রের আলোকে হাউজিং সোসাইটির কর্মকর্তা-কর্মীবৃন্দদের এই মিলনমেলা ১ ও ২ মে, কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মকর্তা-কর্মীবৃন্দ এবং তাদের পরিবার পরিজনদের মধ্যে আন্তঃ সম্পর্কোন্নয়ন, শেয়ারিং ও প্রাকৃতিক দৃশ্য এবং সমূদ্রের সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে দু’দিন অতিবাহিত করেন। 




অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী ২ মে, বিকাল ৫:০০টায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন কক্সবাজার মিশন সেন্টার ও উখিয়া এলাকায় কর্মরত ফাদার যেরোম ডি. রোজারিও। কক্সবাজারে অনুষ্ঠিত প্রতি রবিবাসরীয় খ্রিষ্টযাগে অংশগ্রহণকারী খ্রিষ্টভক্ত বিশেষ করে কর্মরত স্থানীয় বেশ কযেকজন খ্রিষ্টভক্ত এই খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় খ্রিষ্টভক্তগণ আবেগে আপ্লুত হয়ে পরেন হাউজিং সোসাইটির কর্মকর্তা-কর্মীদের সাথে মহাসমারোহে খ্রিষ্টযাগে অংশগ্রহণ করতে পেরে। পবিত্র খ্রিষ্টযাগ শেষে  সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শ্রদ্ধেয় ফাদার যেরোম ডি. রোজারিওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ফাদারের আহ্বানে সাড়া দিয়ে সকলকে আস্বস্ত করেন এই কক্সবাজারে স্থানীয় মণ্ডলী গঠনে হাউজিং সোসাইটি সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়াও কক্সবারের একটি ফাইভ স্টার মানের হোটেল নির্মাণে হাউজিং সোসাইটির পরিকল্পনার কথা উল্লেখ করেন। 

খ্রিষ্টযাগ পরবর্তী হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সাথে কর্মীদের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাটি হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ-এর সভাপতিত্বে সেক্রেটারি মি. পেপিলন হেনরী পিউরীফিকেশনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবের চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির সাবেক সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, কাককো-এর ভাইস-চেয়ারম্যান মি. অনিল লিও কস্তা। উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ভাইস চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ ও সোসাইটির দুই শতাধিক অফিস কর্মীবৃন্দ।  



শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও সভার সভাপতি মি. আগষ্টিন প্রতাপ গমেজ বলেন, আজকের এই দিনটি হাউজিং সোসাইটির পরিবারের জন্য একটি মিলনমেলা। এই মিলনমেলা আমাদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে এবং হাউজিং সোসাইটি আরো একধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য কর্মকর্তা-কর্মী ও পরিবারের সকলকে তিনি ধন্যবাদ জানান। 

এরপর সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’ রোজারিও  প্রেজেন্টেশনের মাধ্যমে সোসাইটির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন। 

অতিথির বক্তব্যে সোসাইটির সদস্য বিদায়ী চেয়ারম্যান ও কালব এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ২০১২ খ্রিষ্টাব্দ পরবর্তী দায়িত্বের ধারবাহিকতার জন্যই আজ হাউজিং সোসাইটি উন্নয়নের শিখরে। তিনি উল্লেখ করেন সোসাইটির উন্নয়নকল্পে বিভিন্ন আয়বর্ধকমূলক প্রকল্পের পরিকল্পনা করা হয় এবং সেগুলো বাস্থবায়ন করা হয়েছে এবং আরো কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে করে সোসাইটির কর্মী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নতুন প্রকল্পগুলোতেও অনেক কর্মসংস্থান হয়েছে এবং সম্পূর্ণভাবে চালু হলে আরো কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি সোসাইটির কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।  


লটারী ড্র অনুষ্ঠানে পুরুস্কার বিতরণের খন্ডচিত্র


সাংস্কৃিতক অনুষ্ঠানের খন্ড চিত্র

পরিশেষে, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষভাগে সোসাইটির কর্মকর্তা-কর্মী ও কর্মীদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লটারী ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত