ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৩৮:০৬ অপরাহ্ন
ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট
বৃহস্পতিবার (২ জুন) যথাযোগ্য মর্যাদায় দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো। 

এ উপলক্ষ্যে বিকালে তেজগাঁও চার্চ কমিনিউটি সেন্টারে সমিতির পক্ষ থেকে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সমিতির প্রেসিডেন্ট মি. ইগ্নাসিউস হেমন্ত কোড়াইয়া’র সভাপতিত্বে সেক্রেটারি মি. মাইকেল জন গমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জনাব জেবুন নাহার; গেস্ট অব অনার ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মো: কামরুজ্জামান; বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও; বিভাগীয় উপ-নিবন্ধক মোছাম্মত নূর-ই-জান্নাত; দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ (কাককো)-এর চেয়ারম্যান মি. টুটুল পি. রড্রিক্স;  দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, কাককো লিঃ-এর সদ্য বিদায়ী চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা; তেজগাঁও চার্চের পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ। এছাড়াও  হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন ও ব্যবস্থাপনার কমিটর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জাতীয়, সমবায় ও ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন, প্রার্থনা, উদ্বোধনী নৃত্য, প্রদ্বীপ প্রজ্জ্বলন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, প্রতিষ্ঠানের ৭০ বৎসরের পথপরিক্রমায় প্রামাণ্যচিত্র প্রদর্শণ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও সমবাতা স্মরণিকার মোড়ক উন্মোচন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিচালিত হয়। 



অনুষ্ঠানে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জানান। তিনি সোসাইটির আবাসন সহ নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্ট, শান্তি নীড় গেস্ট হাউজ ও অন্যান্য প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি ঢাকা ক্রেডিটের সঙ্গে হাউজিং সোসাইটি একসাথে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 



এদিকে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে তেজগাঁও চার্চে পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন এবং প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’সহ পরলোকগত নেতৃবৃন্দের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।