এ উপলক্ষ্যে বিকালে তেজগাঁও চার্চ কমিনিউটি সেন্টারে সমিতির পক্ষ থেকে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির প্রেসিডেন্ট মি. ইগ্নাসিউস হেমন্ত কোড়াইয়া’র সভাপতিত্বে সেক্রেটারি মি. মাইকেল জন গমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জনাব জেবুন নাহার; গেস্ট অব অনার ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মো: কামরুজ্জামান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও; বিভাগীয় উপ-নিবন্ধক মোছাম্মত নূর-ই-জান্নাত; দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ (কাককো)-এর চেয়ারম্যান মি. টুটুল পি. রড্রিক্স; দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, কাককো লিঃ-এর সদ্য বিদায়ী চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা; তেজগাঁও চার্চের পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ। এছাড়াও হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন ও ব্যবস্থাপনার কমিটর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয়, সমবায় ও ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন, প্রার্থনা, উদ্বোধনী নৃত্য, প্রদ্বীপ প্রজ্জ্বলন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, প্রতিষ্ঠানের ৭০ বৎসরের পথপরিক্রমায় প্রামাণ্যচিত্র প্রদর্শণ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও সমবাতা স্মরণিকার মোড়ক উন্মোচন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিচালিত হয়।

অনুষ্ঠানে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জানান। তিনি সোসাইটির আবাসন সহ নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্ট, শান্তি নীড় গেস্ট হাউজ ও অন্যান্য প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি ঢাকা ক্রেডিটের সঙ্গে হাউজিং সোসাইটি একসাথে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে তেজগাঁও চার্চে পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন এবং প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’সহ পরলোকগত নেতৃবৃন্দের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।