না ফেরার দেশে চলে গেলেন “শান্তির নীড়” গেস্ট হাউজের কর্মী সাধন চিরাণ
-
আপলোড সময় :
১৮-০৭-২০২৫ ১০:৩৯:২৯ পূর্বাহ্ন
-
সাধন চিরাণ
হাউজিং সোসাইটির আয়বধর্কমূলক প্রকল্প “শান্তির নীড়” গেস্ট হাউজের কর্মী সাধন চিরাণ বৃহস্পতিবার (১৭ জুলাই) আনুমানিক দুপুর সারে ৩টার দিকে আকস্মিকভাবে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।
তিনি কর্মরত অবস্থায় আনুমানিক দুপুর সারে ৩টার দিকে আকস্মিকভাবে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ডিভাইনমার্সী হাসপাতালে নিলে ডাক্তারগণ হার্ট এ্যাটাক জনিত কারণে আকস্মিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
এসময় সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি পেপিলন এইচ পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া’সহ অন্যান্য কর্মকর্তা, সহকর্মীগণ হাসপাতালে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ-এর শোকবার্তা উপস্থিত কর্মকর্তাগণ পরিবারের নিকট পৌঁছে দেন।
প্রয়াত সাধন চিরান শান্তির নীড়ে দীর্ঘ ১৮ মাস কর্মজীবন অতিবাহিত করেন।
সোসাইটির সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, উপদেষ্টামণ্ডলী, কর্মীগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
: Admin
কমেন্ট বক্স