কালব ও নেপাল ফেডারেশন অব সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়নস (নেফ্সকুন) এর যৌথ উদ্যোগে ২৪-২৯ এপ্রিল ২০২৪ তারিখে ‘২৮তম কালব-নেফ্সকুন মিউচ্যুয়াল এক্সপোজার প্রোগ্রাম’ আয়োজনের হিসেবে আগত অতিথিবৃন্দ হাউজিং সোসাইটি পরিদর্শন করেছেন। নেপালের সফরকারী দলের বাংলাদেশে ক্রেডিট ইউনিয়ন পরিদর্শন কর্মসূটি অনুযায়ী ২৫ এপ্রিল ২০২৪ তারিখ সন্ধ্যায় হাউজিং সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির কর্মকর্তাগণ ও কর্মীবৃন্দ প্রতিনিধি দলকে প্রধান গেটে এ সময়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। নেফ্সকুন প্রতিনিধি দল প্রধান কার্যালয়ে শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রতিটি বিভাগে সোসাইটির কার্যক্রম পরিদশন করেন এবং সোসাইটি সম্পর্কে নানা তথ্য সম্পর্কে অবহিত হন।
এরপর নেফ্সকুন প্রতিনিধি দলের সঙ্গে সোসাইটির কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় মঞ্চে আসনগ্রহণ করেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, নেফ্সকুন বোর্ড সদস্য মিসেস কমলা দেবী গিরি থাপা, সমবায় বিভাগের ডেপুটি রেজিস্টার মি. ত্যাগ রাজ এ্যারিয়াল ও কালবের জেনারেল ম্যাজেনার মি. প্যাট্রিক পালমা। সোসাইটির লোন কমিটির চেয়ারম্যান মি. ডিউক রোজারিও’র সার্বজনীন প্রার্থনা করেন। মঞ্চে উপবিষ্ট অতিথিদের সম্মানিত চেয়ারম্যান সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে অতিথিবৃন্দ চেয়ারম্যানকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মতবিনিময় সভায় সোসাইটির কর্মীবৃন্দ উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন নেফ্সকুন অতিথিবৃন্দের প্রতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি সোসাইটির উন্নয়ন অগ্রগতির বাস্তবভিত্তিক চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এরপর সেক্রেটারি সোসাইটির কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যাবলী প্রেজেন্টেশনের মাধ্যমে চিত্রসহ তুলে ধরেন। অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির উন্নয়ন ও কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন এবং সোসাইটির চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন : Probir Mondol