মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক
-
আপলোড সময় :
২২-০৭-২০২৫ ০৮:১২:২৮ অপরাহ্ন
-
বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক, সমবেদনা ও প্রার্থনা
মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোক, সমবেদনা ও প্রার্থনা জানিয়েছে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী (CBCB)।
বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সেক্রেটারী জেনারেল বিশপ পনেন পল কুবি, সিএসসি’র স্বাক্ষরিতশোকবার্তায় বলেন; ২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার ঢাকার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেছে বিমান দুর্ঘটনায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, পাইলটসহ অনেকে নিহত এবং অনেকে গুরুতর আহত হওয়ার হৃদয় বিদারক ঘটনায় সারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে কাথলিক মণ্ডলীর সকল সদস্য অত্যন্ত শোকাহত ও ব্যথিত।
শিশু ও অন্যান্যদের অকাল, অনাকাঙ্খিত ও অকল্পনীয় মৃত্যু পিতা-মাতা, অভিভাবক ও আত্মীয়স্বজনদের পক্ষে মেনে নেয়া একান্তই অসম্ভব। এই মহাশোকে বাংলাদেশ কাথলিক মণ্ডলী নিহতদের পরিববার-পরিজন সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে; আহতদের সকলের সুচিকিৎসা ও সুস্থ জীবনে প্রত্যাবর্তন কামনা করছে; সরকার, প্রশাসন ও সহৃদয় সকলের প্রতি একান্ত আহ্বান, আহতদের সেবাশুশ্রুষা এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করে তাদের পাশে দাঁড়ানোর।
কাথলিক মণ্ডলীর সকল গির্জা, প্রতিষ্ঠান ও সদস্য-সদস্যাকে আহ্বান জানানো হচ্ছে যেন নিহত ও আহতদের এবং তাদের পরিবারে উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা ও শোক পালন করা হয়।
সর্বোপরি, বাংলাদেশ কাথালিক মণ্ডলী প্রার্থনা ও প্রত্যাশা করছে যেন ভবিষ্যতে এমন দূর্ঘটনা না ঘটে এবং সেজন্য যেন সকল প্রকার সাবধানতা, সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
: Admin
কমেন্ট বক্স