ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম :
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ” ইস্টারের দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস বৈশাখী আমেজে মাতোয়ারা রাজধানীবাসী ​​​​​​​হাউজিং সোসাইটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদ্য বিদায়ী কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫" শুরু; পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা কাককো লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিশপ সম্মিলনীর বিশপ ও ভাটিকান দূতাবাসের সেক্রেটারীর রাজশাহী ধর্মপ্রদেশে তীর্থযাত্রা ঢাকা ক্রেডি‌ট ইউনিয়নের আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস কীভাবে এল, প্রথম কবে কোথায় পালিত হলো ​​​​​​​খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকার আর্চবিশপের সঙ্গে হাউজিং সোসাইটির নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উদযাপন ​​​​​​​কালবের সিইউডিসিসি প্রশিক্ষণার্থীদের হাউজিং সোসাইটি পরিদর্শন ও মতবিনিময় সভা সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালকের সাথে হাউজিং সোসাইটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঢাকা বিভাগীয় নব‌নিযুক্ত যুগ্ম নিবন্ধক মহোদয়ের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠান

হাউজিং সোসাইটিতে যুব সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:০৮:০৮ অপরাহ্ন
হাউজিং সোসাইটিতে যুব সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে যুব সমাজ নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: যুব সেমিনারে বক্তারা
খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে যুব সমাজ নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: যুব সেমিনারে বক্তারা

খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে যুব সমাজ আরও কিভাবে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, কিভাবে সমাজে তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে-এমন বাস্তবতায় আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর যুব কমিটির আয়োজনে যুবক-যুবতীদের নিয়ে যুব সেমিনার মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর . ফাদার তপন ডিরোজারিও এবং মি. টনি মাইকেল গমেজ। যুব কমিটির আহ্বায়ক মি. জন গমেজ, যুগ্ম সদস্য সচিব মি. ডন ক্লারেন্স হাওলাদার মি. রানা দাস এবং সদস্য মি. লিংকার্স রোজারিও সভাটি পরিচালনা করেন। সময়ে উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। প্রার্থনার মধ্যদিয়ে সভা শুরু হয়। এরপর সোসাইটির কর্মীবৃন্দের উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সকলকে বরণ করে নেওয়া হয়।




পর্যায়ে যুব সেমিনারের মূল বক্তা শ্রদ্ধেয় প্রফেসর . ফাদার তপন ডিরোজারিও তিনি যুবক-যুবতীদের খ্রিষ্টীয় মূল্যবোধ সম্বন্ধে শিক্ষা দেন। তিনি সোস্যাল মিডিয়ার গুরুত্ব ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো  যুবকদের উদ্দেশ্যে বক্তব্যে তুলে ধরেন এবং এর সঠিক ব্যবহার মেনে একসঙ্গে চলার উপদেশ প্রদান এরপরই বক্তব্য রাখেন



মি. টনি মাইকেল গমেজ। তিনি অতি চমৎকারভাবে যুবক-যুবতীদের উদ্দেশে বাস্তবধর্মী জীবন-যাপন নিয়ে কথা বলেন তাদের এখন থেকেই সে সকল বিষয় করণীয় সেগুলো তুলে ধরেন। সহভাগিতা শেষে তিনি সংঙ্গীত পরিবেশন করেন। এরপর একটি নাটিকা উপস্থান করা হয়।



দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। তিনি সোসাইটির উন্নয়নের চিত্র সকলের সামনে তুলে ধরেন।



চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সোসাইটিকে কত উচ্চতায় নিয়ে গেছে সেই বিষয়ে সকলের তিনি সহভাগিতা করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”

কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”