ভাদুন ও হারবাইদ এলাকার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর ২০২৪ খ্রি: ভাদুন উত্তম মেষপালক গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন।
সোসাইটির সামগ্রিক তথ্যসম্বলিত বিষয় নিয়ে উপস্থাপন করেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ও সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও’র সভাপতিত্বে ও লোন কমিটির চেয়ারম্যান ও উপ-কমিটির সচিব মি. ডিউক পি. রোজারিও এবং লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও’র সঞ্চালনায় সভা পরিচালিত হয়। সেমিনারে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মি. উজ্জ্বল রিবেরু, মি. সুজয় পিউরীফিকেশন, মি. জেমস রোজারিও, মি. প্রদীপ গমেজ, মি. প্রতাপ গমেজ, মি, শুভ চিসিম; লোন কমিটির সদস্য মি. রানা দাস, মিসেস সুচিত্রা আলমিদা, আভ্যন্তরীণ অডিট ও সুপারিভিশন কমিটির চেয়ারম্যান মি. রতন পিউরীফিকেশন, সদস্য-মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মিস জাস্টিনা বিশ্বাস, মি. ডন হাওলাদার।
এ সময়ে মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অতিথি হিসেবে আসনগ্রহণ করেন পূবাইল থানাধীন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মি. অরুন ডি’কস্তা, হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান মি. তাপস কস্তা, ভাদুন ক্রেডিটের সাবেক চেয়ারম্যান মি. রঞ্জন পালমা, নৈপাড়া ক্রেডিটের সেক্রেটারি মি. উৎস কস্তা, মিসেস আগ্নেশ পালমা, মিসেস আভা কস্তা, মিসেস রিয়েলি কস্তা প্রমূখ।
সিস্টার মিনতি দাসের প্রার্থনার মধ্য দিয়ে সভা শুরু হয় এবং ছোট্ট সোনামনিদের নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিতের বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সোসাইটির চেয়ারম্যান ও সেক্রেটারি বক্তব্য প্রদানের পর অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাধ্যমের সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে সোসাইটির ডিরেক্টর মি. প্রতাপ এ গমেজের সমাপনী বক্তব্য ও মিসেস আগ্নেশ পালমা প্রার্থনার মধ্য দিয়ে শিক্ষা সেমিনার সমাপ্ত হয়
সোসাইটির সামগ্রিক তথ্যসম্বলিত বিষয় নিয়ে উপস্থাপন করেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ও সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও’র সভাপতিত্বে ও লোন কমিটির চেয়ারম্যান ও উপ-কমিটির সচিব মি. ডিউক পি. রোজারিও এবং লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও’র সঞ্চালনায় সভা পরিচালিত হয়। সেমিনারে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মি. উজ্জ্বল রিবেরু, মি. সুজয় পিউরীফিকেশন, মি. জেমস রোজারিও, মি. প্রদীপ গমেজ, মি. প্রতাপ গমেজ, মি, শুভ চিসিম; লোন কমিটির সদস্য মি. রানা দাস, মিসেস সুচিত্রা আলমিদা, আভ্যন্তরীণ অডিট ও সুপারিভিশন কমিটির চেয়ারম্যান মি. রতন পিউরীফিকেশন, সদস্য-মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মিস জাস্টিনা বিশ্বাস, মি. ডন হাওলাদার।
এ সময়ে মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অতিথি হিসেবে আসনগ্রহণ করেন পূবাইল থানাধীন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মি. অরুন ডি’কস্তা, হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান মি. তাপস কস্তা, ভাদুন ক্রেডিটের সাবেক চেয়ারম্যান মি. রঞ্জন পালমা, নৈপাড়া ক্রেডিটের সেক্রেটারি মি. উৎস কস্তা, মিসেস আগ্নেশ পালমা, মিসেস আভা কস্তা, মিসেস রিয়েলি কস্তা প্রমূখ।
সিস্টার মিনতি দাসের প্রার্থনার মধ্য দিয়ে সভা শুরু হয় এবং ছোট্ট সোনামনিদের নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিতের বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সোসাইটির চেয়ারম্যান ও সেক্রেটারি বক্তব্য প্রদানের পর অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাধ্যমের সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে সোসাইটির ডিরেক্টর মি. প্রতাপ এ গমেজের সমাপনী বক্তব্য ও মিসেস আগ্নেশ পালমা প্রার্থনার মধ্য দিয়ে শিক্ষা সেমিনার সমাপ্ত হয়