ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম :
হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি ওস্তাদ জাকির হোসেন আর নেই মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ​​​​​​​মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে, রুটিন প্রকাশ ​​​​​​​হাউজিং সোসাইটির তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ অনুষ্ঠিত জয়পুরে অমলোদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত মি. আগষ্টিন পিউরীফিকেশনের বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা ​​​​​​​নদ্দায় অনুষ্ঠিত হলো হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা হাউজিং সোসাইটির "নীড় ছাত্রী হোস্টেল" -এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত নবম-দশম শ্রেণির বইতে ৭ গদ্য, ৪ কবিতা বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা হাউজিং সোসাইটির মঠবাড়ী ধর্মপল্লীতে নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি:’ -এর শুভ উদ্বোধন ও ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নীড় সংবাদ ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দু‍র্বৃ‍ত্তদের হামলা মোহাম্মদপুর খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এই মৌসুমে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে মনিপুরীপাড়ায় হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

​​​​​​​হাউজিং সোসাইটির তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:২৭:০৪ পূর্বাহ্ন
​​​​​​​হাউজিং সোসাইটির তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত ​​​​​​​হাউজিং সোসাইটির তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত


দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির দূরদর্শী জ্ঞান ও দক্ষ নেতৃত্বের গুণে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা তৈরী করার লক্ষ্যে ‘তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এ পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। প্রথমেই মঞ্চে আসনগ্রহণ করেন ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং ও ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। ক্যাশ এণ্ড মেম্বার সার্ভিসের সহকারী ম্যানেজার মি. আশীষ এ কোড়াইয়া’র সঞ্চালনায় এ সভায় প্রার্থনা পরিচালনা করেন ডিরেক্টর মি. প্রতাপ এ গমেজ। 

সোসাইটির ভাইস চেয়ারম্যান অপূর্ব জে. রোজারিও সভায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য প্রদান করেন । এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি, সিমসাং ও ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। 

সোসাইটির সেক্রেটারি এ পর্যায়ে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ তুলে ধরে বিগত প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভার ফলো-আপসহ আগামীদিনের পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি সমসামিয়ক ও যুক্তিযুক্ত তথ্য-উপাত্ত তুলে ধরে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিশ্লেষণ করেন। বিগত পরিকল্পনা সভার আলোকে সোসাইটিতে কতগুলো আয়মূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা তুলে ধরেন। তিনি আগামী পাঁচ বছরে সোসাইটিতে আরও কি কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে, কি করলে সদস্যদগণ আও উপকৃত হবেন এ বিষয়ে আলোকপাত করেন এবং সকলের মতামত প্রত্যাশা করেন। 

ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দ এ পর্যায়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ করে ডিরেক্টরবৃন্দের মধ্যে মি. উজ্জ্বল রিবেরু, মি.জেমস রোজারিও, মি. সুজয় পিউরীফিকেশন, মি. প্রতাপ এ গমেজ ও মি. শুভ চিসিম। আভ্যন্তরীণ পর্যবেক্ষণ কমিটির পক্ষে চেয়ারম্যান মি. রতন এইচ পিউরীফিকেশন তিনি অত্যন্ত সুন্দরভাবে আগামী দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন। এ পর্যায়ে লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও তার বক্তব্য প্রদান করেন। 

এ পর্যায়ে আয়বর্ধকমূলক প্রকল্পের নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্টের ম্যানেজার মি. পরিমল রোজারিও, নীড় প্রবীণ নিবাস ও গেস্ট হাউজ ম্যানেজার মি. ‍হিউবার্ট মিত্র ও নীড় ছাত্রী হোস্টেলের সুপারভাইজার মিসেস শিখা রাণী হালসনা তাদের পক্ষ থেকেও পরিকল্পনা উপস্থাপনা করা হয়। 

এরপর হাউজিং সোসাইটির প্রতিটি বিভাগীয় প্রধান প্রত্যেকেই নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সোসাইটির এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (প্রজেক্ট, ক্যাশ এণ্ড ল’) মি. রতন আর পেরেরা, সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) মি. আলেকজাণ্ডার ভি. পালমা, হিসাব বিভাগের সিনিয়ার ম্যানেজার মি. মজেস রড্রিক্স, লোন ইনভেস্টিগেশন এণ্ড রিয়ালাইজেশন সহকারী ম্যানেজার মি. ডমিনিক সাগর রোজারিও, ক্যাশ এণ্ড মেম্বার সার্ভিস সহকারী ম্যানেজার মি. আশীষ এ কোড়াইয়া, অডিট ম্যানেজার মি. পল কস্তা, আইটি ম্যানেজার মি. রিচার্ড অমিত বাগচী, এডমিন ও এইচআর সহকারী ম্যানেজার মি. রবি গনসালভেস ও পাবলিক রিলেশন বিভাগের সহকারী ম্যানেজার মি. সাগর এস কোড়াইয়া আগামী দিনে পরিকল্পনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। 

দীর্ঘ আলোচনা শেষে ভাইস-চেয়ারম্যান আজকের এ সভায় যেসকল বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে ডিরেক্টর মি. উজ্জ্বল রিবেরু সমাপনী প্রার্থনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি