ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারী, শুক্রবার আঠারোগ্রাম খ্রীষ্টান কল্যাণ সমিতি, ঢাকা -এর উদ্যোগে বিশেষ খ্রিস্টযাগ ও আলোচনা সভার আয়োজন করা হয় রমনায় সেন্ট মেরী’স ক্যাথিড্রালে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই এবং সাথে বিশপ থিওটোনিয়াস গমেজ সহ কয়েকজন পুরোহিত উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগে আঠারোগ্রাম খ্রীষ্টান কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ খ্রীষ্টভক্ত উপস্থিত থেকে বিশেষ প্রার্থনায় অংশগ্রন করেন। অনুষ্ঠানে হাউজিং সোসাইটির পক্ষ থেকে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খ্রিষ্টযাগ শেষে ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র কবরে বিশেষ প্রার্থনা করা হয়, এরপর প্রথমে আর্চবিশপ মহোদয় পুস্পস্থবকের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরবর্তীতে আঠারোগ্রাম খ্রীষ্টান কল্যাণ সমিতি, মনিপুরীপাড়া খ্রিষ্টান কল্যাণ সমিতি এবং হাউজিং সোসাইটির পক্ষ থেকে পুস্পস্থবক অর্পণ করা হয়।




পরে ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।