ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১০:১৩:০৪ অপরাহ্ন
আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ ‘লাউদাতো সি সপ্তাহ’ অনুষ্ঠিত

‘লাউদাতো সি সপ্তাহ’-‘‘আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ প্রতিপাদ্যের আলোকে সেমিনার অনুষ্ঠিত

জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা বিষয়ক পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ নামক সর্বজনীন পত্রটির ১০ম বার্ষিকী উপলেক্ষে ভাটিকানে সমন্বিত মানব উন্নয়ন নামক মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ থেকে ৩১ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ ‘লাউদাতো সি সপ্তাহ’ ঘোষণা করা হয়। এ বছর ‘ধরিত্রীর জন্য আশা জাগানো’ প্রতিপাদ্যের আলোকে ‘আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ প্রতিপাদ্য নিয়ে আজ ২৪ মে, শনিবার, বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ও ফাদার চার্লস জে ইয়াং ফাউণ্ডেশনের সহযোগিতায় একটি সেমিনার আয়োজন করা হয়। হাউজিং সোসাইটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সকাল নয়টায় শুরু হওয়া এ সেমিনারে পরম শ্রদ্ধেয় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। তিনি তার আলোচনায় ‘লাউদাতো সি’ বা ‘প্রভুর প্রশংসা হোক’ সম্পর্কে আলোকপাত করেন। ‘ধরিত্রী আমাদের সর্বসাধারণের বসতবাড়ি’-পুণ্যপিতার বাণী তুলে ধরেন। তিনি পোপের দায়িত্বভার-বিশ্বজনীন যৌক্তিকতা; আশাময় ধরিত্রী নির্মাণে মানব-পরিবার ও মানব-ভ্রাতৃত্ব সম্পর্কে পোপ ফ্রান্সিসের ধারণা ও প্রেরণা’ শিক্ষার ভিত্তি খ্রিষ্টবিশ্বাস; অন্তর্ভূক্তিবোধ বা অন্তর্ভূক্তিকরণ: মানুষের মধ্যে আশা সঞ্চার করে; মানব-পরিবার ও ভ্রাতৃত্ব গঠনে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সম্প্রীতি ও মানব-পরিবার ও মানব-ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় শিক্ষা ও গঠন-এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 



কাককো লিঃ প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ডনিনিক রঞ্জন পিউরীফিকেশনের সঞ্চালনায়  ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার লিটন এইচ গমেজ স্বাগতিক ভাষণ ও সেমিনারের উদ্দেশ্য ও শুভ সূচনা করেন। সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করে ‘যাজকদের সাথে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এর ভ্রাতৃত্ব সম্পর্ক’-ফাদার অজিত গমেজ ওএমআই; ‘অভিবাসী ও শরনার্থীদের বিষয়ে পোপ মহোদয়ের হৃদয়’-মি. জেমস গমেজ, পরিচালক-মটস; ‘মানব পাচার ও মানবিক মর্যাদা’-অর্পন ও সুপর্ণা; ‘পালকীয় সফরের সময় পোপীয় সমবায় সম্পৃক্ততা’-মি. পংকজ জি. কস্তা, চেয়ারম্যান-কাককো; ‘প্রকৃতি পরিবেশ ও জীবন সুরক্ষায় ধর্মগুরু পোপ ফ্রান্সিস’-ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন-সিইও, কাককো; তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় সকলেই অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। 



সেমিনারে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ অংশগ্রহণ করেন । সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠান হতে ফাদার, ব্রাদার, সিস্টার, যুবক-যুবতীসহ প্রায় ৭০ জন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।