১৮ মার্চ,মঙ্গলবার, ঢাকা মহাধর্মপ্রদেশের দ্বিতীয় বাঙালি আর্চবিশপ প্রয়াত মাইকেলে রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে আজ রমনা সেন্ট মেরীস ক্যাথিড্রাল গির্জায় বিকায় ৬টায় পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। পুন্যবেদীতে তাকে সহায়তা করেন ঢাকার সহকারি শ্রদ্ধেয় বিশপ সুব্রত বি. গমেজ ও শ্রদ্ধেয় বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি। পবিত্র এ অনুষ্ঠানে প্রায় ৭০জন যাজক, সিস্টার, ব্রাদার ও খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।


দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর পক্ষ থেকে প্রয়াত আর্চবিশপের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. প্রদীপ এ গমেজ ও মি. গিলবার্ট গমেজ, ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, সদস্য মি. রনী ফ্রান্সিস গমেজ এবং আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী অংশগ্রহণ করেন।

পবিত্র খ্রিষ্টযাগ শেষে প্রয়াত আর্চবিশপের কবর আশীর্বাদ করা হয় এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। খ্রিষ্টযাগের পূর্বে ড. আলো ডি’রোজারিও পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মাইকেল রোজারিও’র সম্বন্ধে সহভাগিতা করেন এবং বাণীদীপ্তির পরিচালনায় তার জীবনভিত্তিক তথ্যের আলোকে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করেন।