ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন
এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের চারটি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, এবার এ পর্যন্ত ঈদযাত্রার স্বস্তির পেছনে বড় কারণ টানা ৯ দিনের ছুটি। এ ছাড়া মহাসড়ক, টার্মিনাল ও রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। ঈদের আগে বড় চাপ অপেক্ষা করছে আজ রোববার। তবে ইতিমধ্যে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় নতুন দুর্ভোগ হওয়ার আশঙ্কা কম বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিবহন–বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামান প্রথম আলোকে বলেন, ঈদের আগের তিন–চার দিনে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ১ কোটি ২০ লাখ বা তারও বেশি মানুষ সারা দেশে যান। সাম্প্রতিক সময়ে সড়কে কিছুটা সক্ষমতা বেড়েছে। ছুটিও এবার লম্বা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। ফলে দুর্ভোগে পড়তে হয়নি। বলা যায়, শেষ পর্যন্ত এবারের ঈদযাত্রা স্বস্তিরই হবে।

অধ্যাপক হাদীউজ্জামান আরও বলেন, পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়টি এবার কিছুটা নিশ্চিত করা গেছে। ভবিষ্যতেও এটা করতে হবে। কারণ, সব সময় তো এত লম্বা ছুটি পাওয়া যাবে না। সর্বোপরি ব্যবস্থাপনায় জোর অব্যাহত রাখতে হবে।

স্বস্তির ঈদযাত্রায় গতকাল কিছু কিছু পথের বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহসানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাস টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের কথা শুনেছেন।

খবর: প্রথম আলো


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।