ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫
সংবাদ শিরোনাম :
হিটলারের মৃত্যু আসলে কীভাবে হয়েছিল, ৮০ বছর পর জানা গেল নতুন তথ্য শ্রদ্ধা ও ভালোবাসায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকে স্মরণ ​​​​​​​“পোপ ফ্রান্সিস একজন উত্তম মেষপালক”; অন্তেষ্টিয়ার খ্রিষ্টযাগে কার্ডিনাল রে লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে পোপ ফ্রান্সিস যে গির্জায় বারবার ফিরে আসতেন - সেখানেই তাঁর শেষ বিশ্রামস্থল হিসেবে বেছে নিলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে পোপ ফ্রান্সিসের মৃতদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভ্যাটিকানে কার্ডিনালদের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ১০.০০ টায়  পুণ্যপিতা পোপ ফ্রান্সিস মারা গেছেন পোপ ফ্রান্সিসের আধ্যাত্মিক শেষ ইচ্ছাপত্র আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিশপ সম্মিলনীর বিশপ ও ভাটিকান দূতাবাসের সেক্রেটারীর রাজশাহী ধর্মপ্রদেশে তীর্থযাত্রা ঢাকা ক্রেডি‌ট ইউনিয়নের আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস কীভাবে এল, প্রথম কবে কোথায় পালিত হলো ​​​​​​​খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ১০.০০ টায় 

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৩:০৩:৪২ অপরাহ্ন
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ১০.০০ টায়  বিশ্বাসীরা তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করবেন


পুণ্য পিতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার স্থানীয় সময় সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভাটিকান। 

প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহ বুধবার সকাল ৯:০০ টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় স্থানান্তরিত করা হবে এবং শনিবার সকাল ১০:০০ টায় তার শেষকৃত্য পর্যন্ত সেখানে শায়িত থাকবে।

হলি সি প্রেস অফিস মঙ্গলবার ঘোষণা করেছে যে, কলেজ অফ কার্ডিনালসের ডিন কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে, অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করবেন, যা সারা বিশ্বের প্যাট্রিয়ার্ক, কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ এবং পুরোহিতদের দ্বারা উদযাপন করা হবে। ইউক্যারিস্টিক উদযাপনটি আল্টিমা প্রশংসাপত্র এবং ভ্যালেডিক্টিওর মাধ্যমে শেষ হবে, যা নভেমডিয়ালসের সূচনা করে, অর্থাৎ পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য নয় দিনের শোক এবং প্রার্থনা।

প্রয়াত পোপের মরদেহ তারপর সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এবং তারপর সমাধিস্থ করার জন্য সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় নেওয়া হবে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করতে কার্ডিনালরা আজ মঙ্গলবার সকালে বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই কার্ডিনালগণই আগামী মাসে কনক্লেভের মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের নতুন ধর্মগুরু নির্বাচন করবেন। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রিয়া আরকেনগেলি সোমবার এক মৃত্যুসনদে লিখেছেন, পোপ ফ্রান্সিস (৮৮) স্ট্রোক করে এবং হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন।

পোপ ফ্রান্সিস চলতি বছরের প্রথমদিকে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে কাটিয়েছেন। কিন্তু প্রায় এক মাস আগে হাসপাতাল থেকে নিজের ভ্যাটিক্যানের বাসায় ফিরেছিলেন তিনি আর এ সময় মনে হচ্ছিল, তিনি সুস্থ হয়ে উঠছেন। ইস্টার সানডে উপলক্ষ্যে সেন্ট পিটারর্স স্কয়ারেও হাজির হয়েছিলেন তিনি।

ইতিমধ্যে পোপের হাতের সোনার আংটি আইডেন্টিফিকেশন ‘রিং অব ফিশারম্যান’ ও তার সীসার সীল ভেঙে ফেলা হয়েছে, যেন অন্য কেউ সেগুলো ব্যবহার করতে না পারে।

সোমবার সন্ধ্যায় সেন্ট পিটারর্স স্কয়ারে প্রার্থনায় নেতৃত্ব দেওয়া কার্ডিনাল মাউরো গ্যামবেত্তি বলেন, “আশার তীর্থযাত্রী পোপ ফ্রান্সিসের অ্যাপোস্টোলিক মিনিস্ট্রির মাধ্যমে সমগ্র চার্চকে যে উপহার দেওয়া হয়েছে তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানাতে চাই।”

ভাটিকান সুত্র বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোম যাবেন। অন্য যে রাষ্ট্র প্রধানরা এই অনুষ্ঠানে থাকবেন তাদের মধ্যে পোপ ফ্রান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেও আছেন।

মৃত্যুর পর অধিকাংশ পোপকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয়। কিন্তু সোমবার প্রকাশিত পোপ ফ্রান্সিসের চূড়ান্ত ইচ্ছানুযায়ী তাকে রোমের সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে। ফলে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবার প্রথমবারের মতো একজন পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে।

নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভের মাধ্যমে নতুন পোপ বেছে নিতে হয়। বর্তমানে ১৩৫ জন কার্ডিনাল এই অত্যন্ত গোপনীয় ভোটাভুটি প্রক্রিয়ায় অংশ নেওয়ার উপযুক্ত আছেন। 

সোমবার রাতে ভ্যাটিকান জানিয়েছে, রোমান ক্যাথরিক চার্চের কেন্দ্রীয় কর্মকর্তা ও কর্মীরা সান্তা মার্তা বাসভবনে রাখা পোপের মৃতদেহের প্রতি ওই সময় থেকেই শ্রদ্ধা জানাতে পারবেন। ২০১৩ সাল থেকে এই বাসভবনে ছিলেন পোপ ফ্রান্সিস। এরপর বুধবার সকালে তার মরদেহ সেইন্ট পিটারর্স ব্যাসিলিকায় নিয়ে রাখা হবে, সেখানে বিশ্বাসীরা তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করবেন।


সূত্র: ভাটিকান নিউজ, রয়টার্স

 

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
শ্রদ্ধা ও ভালোবাসায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকে স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকে স্মরণ