ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:৪৬:৫৫ অপরাহ্ন
চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান ছবি: সংগৃহীত

গত ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দে চির নিদ্রায় শায়িত হলেন, এসএমআরএ  সম্প্রদায়ের এর সিস্টার মেরী লিলিয়ান, এসএমআরএ । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯৫ বছর বয়স।

তার জীবনদশায় তিনি বাংলাদেশ খ্রিষ্ট মণ্ডলীর জন্য নিবেদিত সমাজসেবী একনিষ্ঠ মানুষ ছিলেন। তার অনুপ্রেরণায় হাজারো নারী নিজের জীবনে আত্ননির্ভরশীল এবং আত্ন উদ্যোগী হয়ে উঠেছেন। 

তিনি একজন ব্রতধারিণী হয়েও চার দেয়ালের মধ্যে বন্দী না থেকে বৃহৎ কাজের নিমিত্তে   নারীদের উন্নতির লক্ষ্যে ১৯৬৮ খ্রিষ্টাব্দে তেজগাঁয়ের জাগরণী হ্যান্ডিক্রাফট সেন্টার গড়ে তুলেন।

এছাড়াও তিনি বোর্ড অব ট্রাস্টিজ কোর-দি জুট ওয়ার্কস আজীবন সদস্য ছিলেন ।

এই প্রতিষ্ঠানে বিশেষভাবে হস্তশিল্পের কাজ তথা পাটজাত দ্রব্যের মধ্য দিয়ে সৃজনশীল ভাবে কাজ করে দেশের অভ্যন্তরে এবং দেশের সীমানা অতিক্রম করে বহু প্রশংসা লাভ করেছেন, তিনি। ক্রমান্বয়ে তার কাজের মধ্য দিয়ে এবং সঠিক পরিকল্পনার বাস্তব রুপ প্রদান করে হাজারো নারী নিজেদের ভাগ্য উন্নয়ন ঘটিয়েছেন। এই হস্ত শিল্পের কাজ আজ ও  হাজারো মানুষের কাছে স্বীকৃত।  

উল্লেখ্য ১৯৭১ খ্রিষ্টাব্দের মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী  ভয়ংকর ও তীব্র সংকটকালে এই জাগরণী কেন্দ্রটি আরো সম্প্রসারিত করার ফলে অনেক নারী আত্ননির্ভরশীল হওয়ার প্রয়াস পায় এবং তাদের পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটিয়ে উঠতে সাহস পান।

আরো উল্লেখ্য যে, প্রয়াত সিস্টার মেরী লিলিয়ানের সাহচার্যে প্রায় ৬০০০ (ছয় হাজার জন) নারী বিভিন্নভাবে এই হস্ত শিল্পের প্রশিক্ষণ লাভ করেছেন। এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মধ্যে রয়েছে রঙ্গিন পাটসরঞ্জাম, টেরা কোট্টা সামগ্রী, ঝুড়ি , মোমবাতি, গহনা ইত্যাদি তৈরি করে বিশ্বের ৩০টির ও বেশি দেশে রপ্তানি করেছেন।

ব্রতীয় জীবনে নারীদের উদ্যোগক্তা  হিসেবে গড়ে তোলার পিছনে তিনি বহু পরিশ্রম করেছেন এবং তার পুরস্কার সরুপ তিনি প্রয়াত পুন্য পিতা পোপ ফ্রান্সিস কর্তৃক Benemerenti পদক  লাভ করেন।

প্রয়াত সিস্টার মেরী লিলিয়ান, এসএমআরএ  সংঘের কাছে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ঈশ্বর তার এই  সেবিকাকে অনন্ত বিশ্রাম দান করুন।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।