এ বছরে দিবসটির প্রতিপাদ্য `International Day of Cooperatives : Driving Inclusive and Sustainable Solutions for a Better World’.. দিবসটি উপলক্ষে ঢাকায় সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবদুস সালাম এর সভাপতিত্বে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জনাব আহসান কবীর ও বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ জনাব কাজী মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ (কাককো)-এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মি. মাইকেল জন গমেজসহ বিভিন্ন সমবায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫ জুলাই, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সমবায় দিবস পালন করেছে সমবায় অধিদপ্তর। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কবুতর অবমুক্তকর, আলোচনার সভার মধ্যে দিয়ে পালিত হয় দিবসটি।