ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ : ট্রাম্প, ‘মূল কারণগুলো’ নির্মূল করতে হবে : পুতিন গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে হাউজিং সোসাইটিকে জ‌ড়িয়ে সাবেক চেয়ারম্যান আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশনের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরু‌দ্ধে প্রতিবাদ জানিয়েছে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু না ফেরার দেশে ​​​​​​​চলে গেলেন “শা‌ন্তির নীড়” গেস্ট হাউজের কর্মী সাধন চিরাণ  আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি

৭৮ রানে ফিরলেন মিরাজ, ভাঙলো ১৬৫ রানের জুটি

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৫:২০:০২ অপরাহ্ন
৭৮ রানে ফিরলেন মিরাজ, ভাঙলো ১৬৫ রানের জুটি ৭৮ রানে ফিরলেন মিরাজ, ভাঙলো ১৬৫ রানের জুটি

সেঞ্চুরিটা করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। লড়াকু ইনিংস খেলে ৭৮ রানে থেমে যেতে হলো ডানহাতি এই ব্যাটারকে। খুররম শেহজাদকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এটি টেস্ট ক্যারিয়ারে মিরাজের অষ্টম ফিফটি। মিরাজের আউটের সঙ্গে ভেঙে গেছে ১৬৫ রানের অসাধারণ জুটি। লিটন দাসের সঙ্গে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ জুটিটি করেছিলেন মিরাজ।

১২ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান এই ডানহাতি। মিরাজের পর আউট হয়ে যান তাসকিন আহমেদও। ১ রান করতেই খুররমের বলে এলবিডব্লিউ হন তিনি। এই ইনিংসে এটি ডানহাতি পাকিস্তানি পেসারের ষষ্ঠ উইকেট।
 

৫৩.৩ ওভার শেষে ৮ উইকেটে ১৯৩ রান করে দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে এখনো ৮১ রানে পিছিয়ে আছে শান্তর দল। ৮৩ রানে অপরাজিত আছেন লিটন।।
 

আজ রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের বল যেন চোখেই দেখছিলেন না বাংলাদেশের ব্যাটাররা। বিনা উইকেটে ১০ রান নিয়ে খেলা শুরু বাংলাদেশ ২৬ রান করতেই হারায় ৬ উইকেট।
 

শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথমে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। খুররম শেহজাদের বলে আরবার আহমেদের হাতে ক্যাচ হওয়ার আগে মাত্র ১ রান করেন তিনি।
 

এক ওভার পর সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার সাদমান ইসলামও। খুররমের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ১০ রান করেন তিনি। এরপর উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ওই ওভারেই শান্তকে (৬ বলে ৪) বোল্ড করেন খুররম।
 

পরের ওভারে সাজঘরের পথ ধরেন মুুমিনুল হক। মীর হামজার বলে মোহাম্মদ আলির হাতে ক্যাচ হন তিনি। ২ বলে ১ রান করেন মুমিনুল।
 

হুড়মুড় করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে স্থির করতে পারলেন না মুশফিকুর রহিমও। মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিক আজ ফিরে যান দ্রুতই।

মীর হামজার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হওয়ার আগে ৯ বলে মাত্র ৩ রান করেন তিনি।
 

হাল ধরতে পারেননি সাকিব আল হাসানও। ১০ বলে ২ রান করে খুররমের বলে এলবিডব্লিউ হন তিনি। দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
 

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ।


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত