ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে হাউজিং সোসাইটিকে জ‌ড়িয়ে সাবেক চেয়ারম্যান আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশনের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরু‌দ্ধে প্রতিবাদ জানিয়েছে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু না ফেরার দেশে ​​​​​​​চলে গেলেন “শা‌ন্তির নীড়” গেস্ট হাউজের কর্মী সাধন চিরাণ  আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স 

নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১০:১২:০৫ অপরাহ্ন
নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে ছবি: সংগৃহীত
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতিবছর ৯ আগস্ট পালন করা হয় এই দিবসটি। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে আদিবাসী শব্দ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের উপজাতিদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি হিসেবে আখ্যায়িত করলেও বাংলাদেশের উপজাতিরা নিজেদের আদিবাসী দাবি করে।

২৩ ডিসেম্বর, ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব আদিবাসী দিবসটি পালনে ৪৯/২১৪ বিধিমালায় স্বীকৃতি পায়। আর্ন্তজাতিক দিবসটি বিশ্বের ৯০টি দেশে ৩৭০ বিলিয়ন আদিবাসীরা প্রতিবছর ৯ আগস্ট উদ্‌যাপন করে থাকেন। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক ১৯৯৩ সালকে আদিবাসীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, অঞ্চল বা টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি পালিত হয়। কানাডার অস্ট্রেলিয়ায় ৫২টি আদিবাসী জাতিগোষ্ঠি(আমাটা, বামাগা, কয়েন প্রভৃতি) বা আদিবাসী বসবাস করছে। আমেরিকায় ক্রো জাতি, আর্জেন্টিনায় কাসি জাতি।

প্রতি বছর ৯ আগস্ট আর্ন্তজাতিক দিবসটি বিশ্বব্যাপী পালিত হলেও বাংলাদেশে ২০০৪ থেকে পালিত হয়ে আসছে। মূলত, ২০০১ সালে বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠিত হবার পরে বেসরকারীভাবে বৃহৎকারে আর্ন্তজাতিক দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ইত্যাদি জেলাগুলিতে সাঁওতাল, শিং (গঞ্জু), ওঁরাও, মুন্ডারি, বেদিয়া মাহাতো, রাজোয়ার, কর্মকার, তেলী, তুরী, ভুইমালী, কোল, কড়া, রাজবংশী, মাল পাহাড়িয়া, মাহালী ইত্যাদি জাতিগোষ্ঠি বসবাস করছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াাছড়ি) চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মুরং বা ¤্রাে, খিয়াং, লুসাই, পাংখোয়া, বম, খুমী ও চাক জনগোষ্ঠি বসবাস করছে। বিশ্বের তাবৎ আদিবাসী জনগোষ্ঠির পাশাপাশি বাংলাদেশের ৩০ লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি উদ্‌যাপন করে থাকেন।

দিবসটি উপলক্ষ্যে আজ যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয়েছে।  এবার দিবসের প্রতিপাদ্য ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’।

রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। তারা বলেছে, আত্মনিয়ন্ত্রণাধিকারসহ তাঁদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী ফোরাম এই দাবি জানায়।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপনের এই আয়োজনে আরও বেশকিছু দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।



অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।



ময়মনিংহে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ও অন্যান্য সংগঠনের আয়োজনে ময়মনিংহে এক বর্ণাঢ্য র‌্যালি‍, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান অরন্য ই. চিরানের সভাপতিত্বে র‌্যালি উদ্বোধক হিসেবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পরম শ্রদ্ধেয় বিশপ পল পনেন কুবি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সোহরায়ার্দী হোসেন। 



বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস
‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে রাজার মাঠে গণসংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা.মং উষাথোয়াইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। অনুষ্ঠানে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠির জীবনধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। 

এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ আদিবাসী জনগোষ্ঠির নারী ও পুরুষেরা বর্ণিল সাজে আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারা উন্নয়নের জোর দাবি জানান।



রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস
'বাংলাদেশে যতবার যে সরকার এসেছে, কোনো সরকারই আদিবাসীদের স্বীকৃতি দিতে চায়নি, অধিকার দিতে চায়নি।' আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় এই আক্ষেপের কথা জানান জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী শিশির চাকমা, অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মণি তালুকদারসহ অনেকে।

এর আগে বেলুন উড়িয়ে আদিবাসী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সভা শেষে দুপুরে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি র‌্যালি জেলা শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।



মৌলভীবাজারে আদিবাসী দিবস উদ্‌যাপন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার (৯ আগস্ট) সকালে খাসিয়া পুঞ্জি, ত্রিপুরা পল্লি ও চা-বাগান থেকে জড়ো হয়েছিলেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা দিবসটি উদ্‌যাপনের আয়োজন করে। 
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসের উদ্বোধন ঘোষণা করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক ডাডলি ডেরিক প্রেন্টিস। পরে বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুনসহ শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট রোড, এম সাইফুর রহমান সড়ক, সিকান্দার আলী সড়ক, সৈয়দ মুজতবা আলী সড়ক হয়ে শিল্পকলা একাডেমিতে ফিরে আসে।

এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং। আদিবাসী নেতা মনিকা খংলা ও লেনচার টংপেয়ার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা। অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) আহ্বায়ক ফাদার যোষেফ গোমেজ ও সদস্যসচিব শরিফ জামিল, হাওর রক্ষায় আমরা ও ধরার সিলেট সমন্বয়ক তোফাজ্জল সোহেল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল হাসান, বাসদের মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক মইনুর রহমান, বাপার মৌলভীবাজারের প্রতিনিধি আ স ম সালেহ প্রমুখ। এ ছাড়া খাসিয়া, গারো, মণিপুরি, ত্রিপুরা, ওঁরাও, ভূমিজ, কন্দ, গঞ্জু, তেলি, তাঁতি, কৈরি, সাঁওতাল, বাড়াইক, মুন্ডা, কুর্মিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সমাজের সব স্তরে বৈষম্য আছে। আদিবাসী-বাঙালি মিলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে হবে। আদিবাসী দিবস উৎসবের দিন হওয়ার কথা। কিন্তু এদিন ভূমিসহ নানা সমস্যার কথা বলতে হচ্ছে। আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। 



চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার গোমস্তাপুর দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি পালনে গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার অধিবাসীরা অনুষ্ঠানে অংশ নেয়।

সকালে শোভাযাত্রাটি এলাকার গ্রামগুলো ঘুরে একই স্থানে এসে শেষ করে। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারীমঞ্চের সভাপতি ও ইউনিয়ন পরিষদের নারী সদস্য শ্রীমতি লক্ষি র্তিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হেসেন।



জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে শহরের প্রধান সড়কে র‌্যালি শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধন করে আদিবাসী সদস্যরা।

এ সময় বাংলাদেশ আদিবাসক সংঘ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী সংঘের উপদেষ্টা বাচ্চু চন্দ্র মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রতন কুমার সিংহ, সাধারণ সম্পাদক স্বপন সিংহসহ অনেকেই।

বক্তারা আদিবাসীকে সমাজে আলাদা হিসাবে দেখা হয়। এতে আদিবাসীদের মান ক্ষুন্ন হয়। তাই আদিবাসী জনসাধারণকে সমাজের মুল ধারার সঙ্গে এক করার জন্য দাবি জানান।

সংগৃহিত সংবাদ 

: Admin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ
নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে

নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে