ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম :
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ” ইস্টারের দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস বৈশাখী আমেজে মাতোয়ারা রাজধানীবাসী ​​​​​​​হাউজিং সোসাইটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদ্য বিদায়ী কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫" শুরু; পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা কাককো লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিশপ সম্মিলনীর বিশপ ও ভাটিকান দূতাবাসের সেক্রেটারীর রাজশাহী ধর্মপ্রদেশে তীর্থযাত্রা ঢাকা ক্রেডি‌ট ইউনিয়নের আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস কীভাবে এল, প্রথম কবে কোথায় পালিত হলো ​​​​​​​খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকার আর্চবিশপের সঙ্গে হাউজিং সোসাইটির নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উদযাপন ​​​​​​​কালবের সিইউডিসিসি প্রশিক্ষণার্থীদের হাউজিং সোসাইটি পরিদর্শন ও মতবিনিময় সভা সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালকের সাথে হাউজিং সোসাইটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঢাকা বিভাগীয় নব‌নিযুক্ত যুগ্ম নিবন্ধক মহোদয়ের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠান

দাবানলের কারণে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:০৮:০৬ পূর্বাহ্ন
দাবানলের কারণে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ার বনে ভয়াবহ দাবানল

বলিভিয়ার বনে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, এই ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অংশীদাররা দ্রুত ও আরও কার্যকরভাবে মানবিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে সক্ষম হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পরিবেশমন্ত্রী অ্যালান লিসপারগুয়ার জানিয়েছেন, বর্তমানে দেশটিতে ৭২ টি দাবানল সক্রিয় করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সান্তা ক্রুজ শহরের পূর্বাঞ্চলের ৬৪টি দাবানল। এছাড়া দেশের উত্তর-মধ্য অংশের বেনিতে ছয়টি এবং পশ্চিমাঞ্চলীয় লা পেজ শহরে এবং উত্তরে পান্ডোতে একটি করে দাবানল জ্বলছে।
 

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, এরই মধ্যে ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল অগ্নিনির্বাপণ প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে।
 

লিসপারগুয়ার আরও বলেছেন, দাবানল এখনও দেশের বড় অংশ জুড়ে জ্বলছে। তবে আমরা তাদের নিয়ন্ত্রণে আনতে সমস্ত ব্যবস্থাগুলো একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
 

এই দাবানলগুলো দেশটির প্রধান পরিবেশগত অঞ্চলগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর মধ্যে রয়েছে নোয়েল কেম্পফ মারকাডো ন্যাশনাল পার্ক এবং সান ইগনাসিও ডি ভেলাস্কো এবং সান্তা ক্রুজের কনসেপসিয়নের সংরক্ষিত এলাকা।
 

দক্ষিণ আমেরিকায় জুলাই মাস থেকেই খরা ও গরম বাতাস বইতে থাকে, যা আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত চলে। ফলে অনাবৃষ্টির কারণে তীব্র খরা ও লু হাওয়ায় বনে জঙ্গলে আগুন ধরে যায়।  
 

২০১০ সালের পর থেকেই সবচেয়ে বেশি সংখ্যক দাবানল জ্বলেছে বলিভিয়ায়। দাবানলে চলতি বছর অন্তত ৩ মিলিয়ন হেক্টর বন-জঙ্গল ও ফসলি জমি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা। 

কার্টেসি ঃ বাংলা ট্রিবিউন 


নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”

কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”