ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

দাবানলের কারণে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:০৮:০৬ পূর্বাহ্ন
দাবানলের কারণে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ার বনে ভয়াবহ দাবানল

বলিভিয়ার বনে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, এই ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অংশীদাররা দ্রুত ও আরও কার্যকরভাবে মানবিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে সক্ষম হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পরিবেশমন্ত্রী অ্যালান লিসপারগুয়ার জানিয়েছেন, বর্তমানে দেশটিতে ৭২ টি দাবানল সক্রিয় করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সান্তা ক্রুজ শহরের পূর্বাঞ্চলের ৬৪টি দাবানল। এছাড়া দেশের উত্তর-মধ্য অংশের বেনিতে ছয়টি এবং পশ্চিমাঞ্চলীয় লা পেজ শহরে এবং উত্তরে পান্ডোতে একটি করে দাবানল জ্বলছে।
 

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, এরই মধ্যে ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল অগ্নিনির্বাপণ প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে।
 

লিসপারগুয়ার আরও বলেছেন, দাবানল এখনও দেশের বড় অংশ জুড়ে জ্বলছে। তবে আমরা তাদের নিয়ন্ত্রণে আনতে সমস্ত ব্যবস্থাগুলো একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
 

এই দাবানলগুলো দেশটির প্রধান পরিবেশগত অঞ্চলগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর মধ্যে রয়েছে নোয়েল কেম্পফ মারকাডো ন্যাশনাল পার্ক এবং সান ইগনাসিও ডি ভেলাস্কো এবং সান্তা ক্রুজের কনসেপসিয়নের সংরক্ষিত এলাকা।
 

দক্ষিণ আমেরিকায় জুলাই মাস থেকেই খরা ও গরম বাতাস বইতে থাকে, যা আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত চলে। ফলে অনাবৃষ্টির কারণে তীব্র খরা ও লু হাওয়ায় বনে জঙ্গলে আগুন ধরে যায়।  
 

২০১০ সালের পর থেকেই সবচেয়ে বেশি সংখ্যক দাবানল জ্বলেছে বলিভিয়ায়। দাবানলে চলতি বছর অন্তত ৩ মিলিয়ন হেক্টর বন-জঙ্গল ও ফসলি জমি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা। 

কার্টেসি ঃ বাংলা ট্রিবিউন 


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।