ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দুর্বৃত্তদের হামলা
-
আপলোড সময় :
২৫-১১-২০২৪ ১২:১০:৫০ অপরাহ্ন
-
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দুর্বৃত্তদের হামলার খন্ডচিত্র
২৪ নভেম্বর’২৪ (রবিবার) বিকেল পাঁচটায় ঢাকার লক্ষীবাজারে ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে শতাধিক বহিরাগত দৃর্বৃত্তরা হামলা করে। এতে অধ্যক্ষ মহোদয়ের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষক-মিলনায়তন, কয়েকটি অফিস কক্ষসহ বেশ কয়েকটি শ্রেণীকক্ষে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযোগ্য চালানো হয়েছে।
এ হামলায় বিদ্যালয়ের গেটে দায়িত্বরত দুইজন অফিস সহায়ক গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার কিছুক্ষণের মধ্যে শিক্ষকগণ, প্রাক্তন ও বর্তমান গ্রেগরিয়ান, অভিভাবকগণ শিক্ষালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর পর পরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
আর্মি ও পুলিশের সমন্বয়ে একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদান বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।
এদিকে সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান; পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাঙ্খীদের ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। নিজ দায়িত্বে কোন প্রকার সহিংসতায় বা বিবাদে কাউকে জড়িয়ে না পড়ারও আহ্বান জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Admin
কমেন্ট বক্স