ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম :
 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেশের ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ : ট্রাম্প, ‘মূল কারণগুলো’ নির্মূল করতে হবে : পুতিন গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে হাউজিং সোসাইটিকে জ‌ড়িয়ে সাবেক চেয়ারম্যান আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশনের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরু‌দ্ধে প্রতিবাদ জানিয়েছে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সমবায়ের মাধ্যমে  সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ার যেসব স্বীকৃতি পেলেন মি. আগষ্টিন পিউরীফিকেশন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ১২:০৪:৪৫ অপরাহ্ন
সমবায়ের মাধ্যমে  সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ার যেসব স্বীকৃতি পেলেন মি. আগষ্টিন পিউরীফিকেশন মি. আগষ্টিন পিউরীফিকেশনের অর্জন । ফাইল ছবি

আগষ্টিন পিউরীফিকেশন দেশ ও সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমবায়ী ব্যক্তিত্ব। যিনি ব্যক্তি উদ্যোগে সফল ব্যবসায়ীর পাশাপাশি সমবায়ের মাধ্যমে সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ায় প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছেন অবিরত।

আগষ্টিন পিউরীফিকেশন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে হাউজিং সোসাইটির বর্তমান সম্পদ-পরিসম্পদের পরিমাণ  কয়েক হাজার কোটি টাকারও ওপরে যা দায়িত্বভার গ্রহণের সময় ছিল মাত্র ২২২ কোটি টাকা ও ভূমির পরিমাণ ২৭৭ বিঘা থেকে বৃদ্ধি করে বর্তমানে ১০০০ বিঘার ওপরে সমৃদ্ধ করেছেন এবং ফ্ল্যাট প্রকল্পে ১২টি প্রকল্পের স্থলে অভাবনীয় সাফল্যে তিনি দার করিয়েছেন ২০৩টি প্রকল্পেরও উপরে। তার দায়িত্ব চলাকালীন সময়ে ৪০টি ফ্ল্যাট প্রকল্প নির্মাণ করেছেন এবং এসকল ফ্ল্যাটে প্রায় ৪০০ পরিবার বসবাস করছেন। আরও প্রায় ২০টি ফ্ল্যাট প্রকল্প নির্মাণ শেষে ২০০ পরিবার বসবাসের সুযোগ পাবেন। এ সকল কৃতিত্ব অর্জনে তিনি সোসাইটির সকল সদস্য-সদস্যাদের আন্তরিক সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

জাতীয় সমবায় পুরস্কার-২০১৫
দেশ গড়ার এই প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৫ খ্রিষ্টাব্দে জাতীয় সমবায় দিবসে আগষ্টিন পিউরীফিকেশনকে জাতীয় সমবায় পুরস্কার ২০১৫শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে স্বর্ণপদক ও সম্মাননা পত্র প্রদান করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়য় এই সম্মাননা পত্র তিনি গ্রহণ করেন।




জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ ( দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ)
সোসাইটির চেয়ারম্যান হিসেবে আগষ্টিন পিউরীফিকেশন দায়িত্বভার গ্রহণের পর তিনি সোসাইটিকে তুলে এনেছেন উন্নয়নের উজ্জ্বল শিখরে। সোসাইটির প্রতি তাঁর মমত্ববোধ, দায়বদ্ধতা ও দক্ষ নেতৃত্বের  গুণে সোসাইটিকে উন্নয়নের শিখরে তুলে আনায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় সমবায় পুরস্কার ২০১৫অর্জন করেন।

স্বপ্নের বাস্তবায়নকারী রূপকার সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের মাধ্যমে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ থেকে অর্জন করেছেন জাতীয় সমবায় পুরস্কার ২০১৯। তিনি তাঁর ব্যবস্থাপনা পরিষদ নিয়ে সমবায়ের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জাতীয় সমবায় পুরস্কার ২০১৯স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করেন। ৪৯তম জাতীয় সমবায় দিবসে বিগত ৭ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন সোসাইটির স্বর্ণপদক ও সম্মাননাপত্র গ্রহণ করেন।



গান্ধী পীচ এ্যাওয়ার্ড-২০২০
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তিনি ব্যক্তিগত জীবনে জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পুরস্কার ও সনদ গ্রহণ করেছেন। এর মধ্যে  গান্ধী পীচ্ এ্যাওয়ার্ড-২০২০অন্যতম প্রাপ্ত সম্মানীয় এ্যাওয়ার্ড। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে গান্ধী পীচ্ ফাউন্ডেশন নেপাল-এর প্রেসিডেন্ট ড. লাল বাহাদুর রানা কর্তৃক স্বাক্ষরিত সম্মাননাপত্রটি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান গ্রহণ করেন।




স্টার অফ দ্যা ইয়ার-২০২০
বিশ্ব কোভিড-১৯ দ্বারা আক্রান্ত, মানুষ শঙ্কিত। ২০২০ খ্রিষ্টাব্দের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্তের প্রথম শনাক্তকারী চিহ্নিত হয়। এরপর থেকেই দেশে করোনার প্রভাব দ্রুত বিস্তার ঘটতে থাকে এবং মানুষের চলমান স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটতে থাকে। বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে খেঁটে খাওয়া সকল স্তরের মানুষের অর্থনৈতিক জীবনে দারুন প্রভাব ঘটে। একদিকে করোনার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান লকডাউন অন্যদিকে আয় রোজগারের পথ স্তিমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবন নির্বাহে কষ্টে পতিত হন।

এমতাবস্থায়, করোনা মহামারীর সময়ে নীরব যোদ্ধা হিসেবে এগিয়ে আসেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। তিনি করোনা মহামারী শুরুতেই সোসাইটির সদস্য-সদস্যাসহ জনগণের কল্যাণে এবং স্বাস্থ্য সুরক্ষাসহ বিশেষ সহায়তা প্রদানের কর্মসূচি গ্রহণ করেন। মানুষ মানুষের জন্যে’-এই মূলমন্ত্র সামনে রেখে সোসাইটির আওতাধীন এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ সদস্য-সদস্যাসহ অসহায় পরিবার প্রতি অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। এমনকি বিভিন্ন ধর্মপল্লীর ফাদারগণদের মাধ্যমে ও সেন্ট ভিনসেন্ট ডিপল সোসাইটির মাধ্যমেও সহায়তার হাত প্রসারিত করেন। স্বাস্থ্য সচেতনায় জনগণের চলাচলরত প্রায় ২০টি এলাকায় হ্যান্ডওয়াস বেসিন বসানোর কর্মসূচি গ্রহণ করেন। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ৫০০০ পিপিই বিতরণ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সকল পিপিই বিভিন্ন হাসপাতালে বিশেষ করে সেন্ট ভিয়ান্নী হাসপাতাল, মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল, মাদার তেরেজা চ্যারিটি, বিভিন্ন চার্চ, তেজগাঁও থানাসহ বিভিন্ন সংগঠনের মাঝে বিতরণ করার ব্যবস্থা করেন। করোনার দুর্যোগকালীন সময়ে সদস্যদের চাহিদামতো অর্থনৈতিক সেবা প্রদানের লক্ষে প্রায় ২০/২২ জন কর্মকর্তা ও কর্মীবৃন্দ জরুরী সেবা প্রদান করেন।

করোনার মহামারীর এমন দুর্যোগকালীন সময়ে হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন অনবদ্য মানবসেবায় কল্যাণকর ভূমিকা রাখায় নেপাল-বাংলাদেশ ফ্রে-শীপ এসোসিয়েশন ২০২০ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর "স্টার অফ দা ইয়ার-২০২০" ঘোষণা করে এ্যাওয়ার্ড প্রদান করেন। চেয়ারম্যানের "স্টার অফ দা ইয়ার-২০২০" এ্যাওয়ার্ড প্রাপ্তিতে সোসাইটির সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও শুভাকাঙ্খীবৃন্দ সকলেই গর্বিত ও আনন্দিত। সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তাঁর এ সম্মাননা প্রাপ্তি সকলের প্রতি উৎসর্গ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।




রবীন্দ্র নজরুল সম্মাননা পুরস্কার-২০২০
নিজ কাজের স্বীকৃতিস্বরূপ দেশে ও দেশের বাইরে অনেক সম্মাননা পেয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। তারই ধারাবাহিকতায় ভারতের কোলকাতা থেকে পেয়েছেন রবীন্দ্র নজরুর সম্মাননা-২০২০। বিগত ২০ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে কোলকাতার রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করেন। তিনি কর্মক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন অবিরত। তাঁর এই কাজের প্রতি বিশেষ স্বীকৃতি দানে রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রী মন্টুর রাম পাখিরা, রবীন্দ্র নজরুল ফাউন্ডেশনের সম্পাদক শ্রী সৌমিত বসু ও রবীন্দ্র নজরুল সংহতি উৎসবের আহ্বায়ক জনাব ইমদাদুল হক তৈয়ব স্বাক্ষরিত স্মারক সম্মাননাপত্রটি তিনি গ্রহণ করেন। 




নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ আন্তর্জাতিক পুরস্কার-২০১৯
বাংলাদেশে সমবায় সেক্টরে নিবেদিত প্রাণ ও উজ্জ্বল আদর্শের একজন প্রতীক হলেন আগষ্টিন পিউরীফিকেশন। যিনি সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন সমবায় সমিতিতে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি দেশের স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান হিসেবে বেশ সুনামের সঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাত্র আট বছরেই হাউজিং সোসাইটিকে তুলে এনেছেন উন্নতির উৎকর্ষ উচ্চতায়। একজন বিশিষ্ট সমবায়ী হিসেবে সমবায় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ আন্তর্জাতিক পুরস্কার-২০১৯ অর্জন করেন। ইন্টারন্যাশনাল ট্রান্স ক্রিয়েশন সোসাইটি এবং সাহিত্য সাংবাদিকতা এসোসিয়েশন ৩১ আগস্ট ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখে কাঠমুন্ডুতে আন্তর্জাতিক বন্ধুত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপাল একাডেমির ভাইস-চেন্সেলর ড. জাগম্যান গুরুং, ইন্টারন্যাশনাল ট্রান্স ক্রিয়েশনের প্রেসিডেন্ট রাজেন্দ্র গুড়াগেইন, লিটারেরী জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাধেশ্যাম লেকালি।




অংকুর একাডেমি অব আর্টস এন্ড কালচার সম্মাননা-কোলকাতা
ভারতের কোলকাতা থেকে অংকুর একাডেমি অব আর্টস এন্ড কালচার কর্তৃক প্রদত্ত এই বিশেষ সম্মাননাটি গ্রহণ করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। সম্মানিত চেয়ারম্যান কোডিভ-১৯ মোকাবেলায় তাঁর অসাধারণ অবদানের জন্য যথাযথ সম্মানের সঙ্গেই এই সম্মাননা উক্ত একাডেমি কর্তৃক প্রদান করা হয়। সম্মাননায় বলা হয়েছে আমরা একজন সামাজিক কর্মী হিসেবে আপনার প্রশংসা করি, এই সংকটময় সময়ে যেখানে সমগ্র বিশ্ব বিচ্ছিন্নতায়। প্রতিষ্ঠানের চেয়াম্যান শ্রী-সমীর কুমার ঘোষ, প্রেসিডেন্ট শ্রী- অতীশ ঘোষ ও সেক্রেটারি শ্রী- পুলক পল কর্তৃক স্বাক্ষরিত বিশেষ এই সম্মাননাটি সোসাইটির চেয়ারম্যান গ্রহণ করেন।




আর্টিস্ট সার্কেল সম্মাননা ২০১৯-কোলকাতা
মানুষের জীবনে সম্মাননা প্রাপ্তি হলো তাঁর কর্মের স্বীকৃতি। স্বীকৃত এ সম্মাননা তারাই লাভ করেন যারা মানুষের কল্যাণে তথা সমাজ, দেশ ও জাতির উন্নয়ন কর্মকান্ডে অসামান্য অবদান রাখতে পারেন। তেমনি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্মাননাসহ পুরস্কার লাভ করেছেন। সম্মানিত চেয়ারম্যান তাঁর কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও শিল্প ও সমাজ সচেতনতায় আলোয় আলোকিত করার  স্বীকৃতিস্বরূপ ভারতের কোলকাতা থেকে বিগত ১৫ এপ্রিল, ২০১৯ তারিখে এই বিশেষ সম্মাননাটি লাভ করেন। প্রতিষ্ঠানের সভাপতি শ্যামল বিশ্বাস ও সেক্রেটারি সুমিতাভ ঘোষাল এবং ট্রাস্টি বোর্ডের ধ্রুবজিৎ ভট্টাচার্যি ও চেয়ারম্যান কৃষ্ণা ভট্টাচারিয়া প্রতিষ্ঠানে পক্ষে দুটি আলাদা আলাদা সম্মাননা প্রদান করেন।



সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জনের পাশাপাশি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান হতে বহু সম্মাননা অর্জন করেছেন। তার অনবদ্য অবদানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ আজ উন্নয়নের শিখরে পৌঁছেছেন এবং এরফলে সদস্যগণ উপকৃত হয়েছেন।

 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত