সচেতন সদস্যদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে হাউজিং সোসাইটির সদস্যপদ বাতিল-খারিজ কার আমলে কতজন
-
আপলোড সময় :
০৬-১০-২০২৪ ১০:০৪:৩৭ অপরাহ্ন
-
হাউজিং সোসাইটির সদস্যপদ বাতিল/খারিজ কার আমলে কতজন
হাউজিং সোসাইটি থেকে যেসকল সদস্যদের সদস্যপদ বাতিল/খারিজ হয়েছে বলে সমাজের একটি মহল প্রচার করছে সেই সকল সদস্যদের নামগুলো এবং কোন কোন চেয়ারম্যান তাদের দায়িত্বকালীন সময়ে সদস্যপদ বাতিল/খারিজ করেছেন সোসাইটির সচেতন সদস্যবৃন্দের জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সমাজের একটি কুচক্রি মহল বিভিন্ন নামে-বেনামী মিডিয়া ব্যবহার করে বর্তমান চেয়ারম্যান কর্তৃক সদস্যপদ বাতিল হয়েছে মর্মে সদস্যদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সচেতন সদস্যদের মধ্যে বিভ্রান্তি দূরীকরণে সকলের উদ্দেশ্যে অবগত করা যাচ্ছে যে, সাবেক চেয়ারম্যান এলবার্ট পি. কস্তা কর্তৃক ১৯ জন, এলয়সিয়াস মিলন খান কর্তৃক ৭ জন ও বর্তমান চেয়ারম্যান কর্তৃক ৫ জন সদস্যের সদস্যপদ বাতিল/খারিজ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Admin
কমেন্ট বক্স