ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম :
হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি ওস্তাদ জাকির হোসেন আর নেই মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ​​​​​​​মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে, রুটিন প্রকাশ ​​​​​​​হাউজিং সোসাইটির তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ অনুষ্ঠিত জয়পুরে অমলোদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত মি. আগষ্টিন পিউরীফিকেশনের বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা ​​​​​​​নদ্দায় অনুষ্ঠিত হলো হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা হাউজিং সোসাইটির "নীড় ছাত্রী হোস্টেল" -এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত নবম-দশম শ্রেণির বইতে ৭ গদ্য, ৪ কবিতা বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা হাউজিং সোসাইটির মঠবাড়ী ধর্মপল্লীতে নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি:’ -এর শুভ উদ্বোধন ও ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নীড় সংবাদ ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দু‍র্বৃ‍ত্তদের হামলা মোহাম্মদপুর খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এই মৌসুমে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে মনিপুরীপাড়ায় হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডব, নিহত ১০

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৪৬:৫১ অপরাহ্ন
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডব, নিহত ১০ ঘূর্ণিঝড় মিল্টনের প্রভাবে বন্যা ও ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : সংগ্রহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মিল্টনের প্রভাবে দেখা দিয়েছে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ গ্রাহক আর নানান রকম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন রাজ্যটির অধিবাসীরা। তবে যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে কম শক্তি নিয়ে ফ্লোরিডার উপকূলে আঘাত হেনেছে মিল্টন। ঘূর্ণিঝড়টির আঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএফপির।

হারিকেন মিল্টন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) দিনের শেষভাগে আটলান্টিক মহাসাগর থেকে ফ্লোরিডায় আঘাত হানে। এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় উপড়ে পড়া গাছের গুঁড়ি আর বৈদ্যুতিক খুঁটিতে। টাম্পা শহরে একটি বেসবল স্টেডিয়ামের ছাদ উড়ে যায়। প্রায় ৩০ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তবে মিল্টনের প্রভাবে সৃষ্টি হওয়া বন্যার চেয়ে ঝড়ো বাতাসে দুর্ঘটনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বেশি।

ফ্লোরিডার পূর্ব উপকূলীয় শহর ফোর্ট পায়ার্সের ৭০ বছর বয়সী সুসান স্টেপ বলেন, ‘ঝড়টি ছিল বেশ ভয়ঙ্কর।’ বুধবার রাতে ‘মিল্টন’ এখানে একটি বৃদ্ধাশ্রমে আঘাত করলে চারজন মারা যায়। এ বিষয়ে সুসান বলেন, ‘ওই লোকগুলোকে আবাসস্থলের বাইরে একটি গাছে মৃত অবস্থায় পাওয়া যায়।’

ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁচজন সেন্ট লুইস কাউন্টিতে মারা গেছে। এ ছাড়া ভলুসিয়া কাউন্টিতে তিনজন ও সেন্ট পিটার্সবার্গে দুজনের মৃত্যুর খরব জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস।

ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঝড়টি ছিল উল্লেখ করার মতো। তবে এটি খুবই খারাপ পরিস্থিতি তৈরির যে আশঙ্কা ছিল তা করতে পারেনি।’

মাত্র দুই সপ্তাহ আগে ফ্লোরিডা ও দক্ষি-পূর্ব রাজ্যগুলোতে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘হেলেনের’ তাণ্ডবে ২৩৭ জন নিহত হয়েছিল। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফ্লোরিডা উপকূলজুড়ে আঘাত করে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড় মিল্টন। মিল্টনের প্রভাবে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় টর্নেডোর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ফ্লোরিডা রাজ্যটিতে মোট ১২৬টি টর্নেডোর হুঁশিয়ারি বার্তা দেয়।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনকে উদ্ধারে অভিযান চালাতে দেখা যায় টাম্পা শহরের কাছে। একটি বহুতল ভবন থেকে ৫৮ বছর বয়সী জাস্টিনো টোরেস নামের এক লোককে উদ্ধারের পর তিনি বলেন, ‘আমরা ভাবতে পারিনি যে আবারও বাড়িতে ফিরতে পারব। আমি নিজেকে সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়েছিলাম।’

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতসহ ধ্বংসাত্মক অবয়ব নিয়ে নিয়মিতভাবে সৃষ্টি হচ্ছে এই ঝড়গুলো। এ ছাড়া সাগরের উপরিভাগ উষ্ণ থাকায় ঘূর্ণঝড়গুলোকে বেশি মাত্রায় জলীয় বাষ্প সরবরাহ করার ফলে সেগুলো আরও শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

খবর: এএফপি

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি