ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডব, নিহত ১০

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৪৬:৫১ অপরাহ্ন
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডব, নিহত ১০ ঘূর্ণিঝড় মিল্টনের প্রভাবে বন্যা ও ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : সংগ্রহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মিল্টনের প্রভাবে দেখা দিয়েছে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ গ্রাহক আর নানান রকম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন রাজ্যটির অধিবাসীরা। তবে যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে কম শক্তি নিয়ে ফ্লোরিডার উপকূলে আঘাত হেনেছে মিল্টন। ঘূর্ণিঝড়টির আঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএফপির।

হারিকেন মিল্টন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) দিনের শেষভাগে আটলান্টিক মহাসাগর থেকে ফ্লোরিডায় আঘাত হানে। এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় উপড়ে পড়া গাছের গুঁড়ি আর বৈদ্যুতিক খুঁটিতে। টাম্পা শহরে একটি বেসবল স্টেডিয়ামের ছাদ উড়ে যায়। প্রায় ৩০ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তবে মিল্টনের প্রভাবে সৃষ্টি হওয়া বন্যার চেয়ে ঝড়ো বাতাসে দুর্ঘটনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বেশি।

ফ্লোরিডার পূর্ব উপকূলীয় শহর ফোর্ট পায়ার্সের ৭০ বছর বয়সী সুসান স্টেপ বলেন, ‘ঝড়টি ছিল বেশ ভয়ঙ্কর।’ বুধবার রাতে ‘মিল্টন’ এখানে একটি বৃদ্ধাশ্রমে আঘাত করলে চারজন মারা যায়। এ বিষয়ে সুসান বলেন, ‘ওই লোকগুলোকে আবাসস্থলের বাইরে একটি গাছে মৃত অবস্থায় পাওয়া যায়।’

ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁচজন সেন্ট লুইস কাউন্টিতে মারা গেছে। এ ছাড়া ভলুসিয়া কাউন্টিতে তিনজন ও সেন্ট পিটার্সবার্গে দুজনের মৃত্যুর খরব জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস।

ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঝড়টি ছিল উল্লেখ করার মতো। তবে এটি খুবই খারাপ পরিস্থিতি তৈরির যে আশঙ্কা ছিল তা করতে পারেনি।’

মাত্র দুই সপ্তাহ আগে ফ্লোরিডা ও দক্ষি-পূর্ব রাজ্যগুলোতে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘হেলেনের’ তাণ্ডবে ২৩৭ জন নিহত হয়েছিল। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফ্লোরিডা উপকূলজুড়ে আঘাত করে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড় মিল্টন। মিল্টনের প্রভাবে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় টর্নেডোর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ফ্লোরিডা রাজ্যটিতে মোট ১২৬টি টর্নেডোর হুঁশিয়ারি বার্তা দেয়।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনকে উদ্ধারে অভিযান চালাতে দেখা যায় টাম্পা শহরের কাছে। একটি বহুতল ভবন থেকে ৫৮ বছর বয়সী জাস্টিনো টোরেস নামের এক লোককে উদ্ধারের পর তিনি বলেন, ‘আমরা ভাবতে পারিনি যে আবারও বাড়িতে ফিরতে পারব। আমি নিজেকে সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়েছিলাম।’

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতসহ ধ্বংসাত্মক অবয়ব নিয়ে নিয়মিতভাবে সৃষ্টি হচ্ছে এই ঝড়গুলো। এ ছাড়া সাগরের উপরিভাগ উষ্ণ থাকায় ঘূর্ণঝড়গুলোকে বেশি মাত্রায় জলীয় বাষ্প সরবরাহ করার ফলে সেগুলো আরও শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

খবর: এএফপি

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।