ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

তুমিলিয়ায় জাগরণী সংঘের ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৮:৪৭:২৫ পূর্বাহ্ন
তুমিলিয়ায়  জাগরণী সংঘের ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  অনুষ্ঠান তুমিলিয়ায় জাগরণী সংঘের ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধনে, এগিয়ে চল ঐকতানেমূলভাবকে কেন্দ্র করে তুমিলিয়া ধর্মপল্লীর জাগরণী সংঘ (কেন্দ্রীয় যুব সংঘ) সাধু মাইকেল মিলনায়তন, তুমিলিয়া ধর্মপল্লী প্রাঙ্গণে ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করে।


তুমিলিয়ার কেন্দ্রীয় সংগঠন জাগরণী সংঘকর্তৃক আয়োজিত ২৭তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


৯ অক্টোবর সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয় এবং ১২ অক্টোবর পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে এর সমাপ্তি হয়। জাগরণী সংঘের সভাপতি ডেনী ভিনসেন্ট কস্তার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাউজিং সোসাইটির পক্ষ থেকে আও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মি. পিউরীফিকেশন ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের মঞ্চ প্রস্তুত করে দেয়ার জন্য জাগরণী সংঘকে ধন্যবাদ জানান এবং তাদের একতা ধরে রাখার জন্য প্রশংসা করেন। একই সাথে তাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা দান করেন। এ সময়ে তিনি মিডিয়ায় হাউজিং সোসাইটি সম্পর্কে একটি কুচক্রী মহলের গুটিকয়েক অপপ্রচারকারীদের বিরুদ্ধে সচেতন থাকতে অনুরোধ জানান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের শুভেচ্ছা জানান এবং অভিভাবকদেরও ধন্যবাদ জানান। হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল তিনিও তাঁর বক্তব্যে জাগরণী সংঘকে বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করায় এবং উপস্থিত অংশগ্রহণকারী ও যুব সমাজের প্রতি ধন্যবাদ ও প্রশংসা করেন। এ সময়ে কাককোর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. হেমন্ত আই কোড়াইয়া, তুমিলিয়া ধর্মপল্লীর সহাকারী পাল পুরোহিত ফাদার রনাল্ড উপস্থিত ছিলেন।
 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।