ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম :
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ” ইস্টারের দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস বৈশাখী আমেজে মাতোয়ারা রাজধানীবাসী ​​​​​​​হাউজিং সোসাইটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদ্য বিদায়ী কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫" শুরু; পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা কাককো লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিশপ সম্মিলনীর বিশপ ও ভাটিকান দূতাবাসের সেক্রেটারীর রাজশাহী ধর্মপ্রদেশে তীর্থযাত্রা ঢাকা ক্রেডি‌ট ইউনিয়নের আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস কীভাবে এল, প্রথম কবে কোথায় পালিত হলো ​​​​​​​খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকার আর্চবিশপের সঙ্গে হাউজিং সোসাইটির নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উদযাপন ​​​​​​​কালবের সিইউডিসিসি প্রশিক্ষণার্থীদের হাউজিং সোসাইটি পরিদর্শন ও মতবিনিময় সভা সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালকের সাথে হাউজিং সোসাইটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঢাকা বিভাগীয় নব‌নিযুক্ত যুগ্ম নিবন্ধক মহোদয়ের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠান

জয়পুরে অমলোদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৯:০৮:৫৬ পূর্বাহ্ন
জয়পুরে অমলোদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত জয়পুরে অমলোউদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত
প্রতিবছরের মতো এবছরও ৮ ডিসেম্বর, রবিবার খুলনা ধর্মপ্রদেশে অনন্তর্গত কার্পাসডাঙ্গা ধর্মপল্লীর জয়পুর গ্রামে অমলোউদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। তীর্থ উৎসবে মাহাখ্রীষ্টযাগে পৌরহিত্য করেন খুলনা ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জেমস রমেন বৈরাগী। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লাবলু সরকার, ভবরপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তাপস হালদারসহ খুলনা থেকে আগত কয়েকজন ফাদার, সিস্টারসহ কার্পাসডাঙ্গা ও ভবরপাড়া ধর্মপল্লী থেকে আগত খ্রীস্টভক্তবৃন্দ। 



এর আগের দিন শনিবার বিকাল থেকে খ্রীষ্টভক্তবৃন্দ জয়পুর গ্রামে আসতে থাকে। বিকালে বিশেষ আলোচনা ও সন্ধ্যায় বিভিন্ন গ্রামের কির্তনদল তাদের কির্ত নপরিবেশন করেন। অনুষ্ঠানে খ্রীষ্টযাগের পর মা মারিয়ার মুর্তি নিয়ে গ্রামের ভিতর প্রশেসন করেন।  উল্লেখ্য যে, খুলনা ধর্মপ্রদেশের কেন্দ্রীয় তীর্থস্থান হিসাবে বিবেচিত। 



ভবরপাড়াা ও কার্পাসডাঙ্গা, ধর্মপ্লীর খ্রিষ্টক্তগণ ধন্যা কুমারী মা মারীয়ার প্রতি গভীর বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা প্রদান করে। ফাঃ কুরুনির সময় একবার অত্র এলাকায় দেখা দিল ভয়াবহ মহামারী, কলেরা, দুর্ভিক্ষ। এই মৃত্যুগ্রাসী ভয়াল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য খ্রীষ্টভক্তগণ রোজারিমালা আবৃত্তি করে মা-মারীয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা করে গ্রাম প্রদক্ষিণ করেছিল এবং সে বছর ঐ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছিল। 



কথিত আছে অনেক বিবাহিত নিঃসন্তান মেয়েদেরকে স্বামী দ্বারা অত্যাচারিত এবং পাড়া প্রতিবেশীদের নিকট থেকে অভিশপ্ত ও অনিষ্টের সন্তানের মা গুঞ্জনা শুনতে হতো। কিন্তু মা মারীয়ার নিকট প্রার্থনার ফলে তারা সন্তানের মা হতে পেরেছিলেন। পার্শ্ববর্তী রানাবন্দ (বর্তমান কৃষ্ণনগর ধর্মপল্লীর অন্তর্গত) ধর্মপল্লীতে তারা প্রতি বৎসর মা মারীয়ার প্রতি ভক্তি এবং কৃতজ্ঞতা দেখানোর জন্য তীর্থ করত। কিন্তু ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ বিভক্তের ফলে তারা আর এই তীর্থ করতে পারতো না। পরবর্তিতে ফাঃ আন্তনিও আলবের্তন পালকীয় দায়িত্ব নিয়ে ১৯৫৪ খ্রীষ্টাব্দে জয়পুর উপকেন্দ্রে মাটির তৈরী গীর্জার সংস্কার করে ইটের গীর্জা নির্মাণ করেন। ভক্তজনের এই বিশ্বাসের কথা জেনে নিজ দেশ ইটালি থেকে (রানাবন্দ ধর্মপল্লী মা-মারীয়ার মূর্তির অনুকরণে) একটি মা-মারীয়ার মূর্তি আনেন। ১৯৫৫/৫৬ খ্রীষ্টাব্দে ভরপাড়া ধর্মপল্লী হতে কীর্তন ও শোভাযাত্রা করে জয়পুরের গীর্জায় মূর্তিটি স্থাপন করেন, তখন থেকে এখনও পর্যন্ত অত্র এলাকার ভক্তগণ ৮ই ডিসেম্বর জয়পুর ধন্যবাদ ও কৃতজ্ঞতার উপহার বা মানত উৎসর্গ করে মা-মারীয়ার জয়গান তীর্থ করেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতার উপহার বা মানত উৎসর্গ করে মা-মারীয়ার জয়গান করে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”

কাথলিক মণ্ডলীর উপাসনাচক্রে একটি বিশেষ সময় “পুণ্য সপ্তাহ”