ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম :
আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫" শুরু; পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা কাককো লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র আঠারতম মৃত্যুবার্ষিকী পালন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিশপ সম্মিলনীর বিশপ ও ভাটিকান দূতাবাসের সেক্রেটারীর রাজশাহী ধর্মপ্রদেশে তীর্থযাত্রা ঢাকা ক্রেডি‌ট ইউনিয়নের আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবস কীভাবে এল, প্রথম কবে কোথায় পালিত হলো ​​​​​​​খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকার আর্চবিশপের সঙ্গে হাউজিং সোসাইটির নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র জন্মশতবার্ষিকী উদযাপন ​​​​​​​কালবের সিইউডিসিসি প্রশিক্ষণার্থীদের হাউজিং সোসাইটি পরিদর্শন ও মতবিনিময় সভা সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালকের সাথে হাউজিং সোসাইটির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ঢাকা বিভাগীয় নব‌নিযুক্ত যুগ্ম নিবন্ধক মহোদয়ের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠান পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক সেন্ট ফিলোমিনা মা-শিশু এণ্ড জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হাউিজং সাইটির ফ্ল্যাট প্রকল্পে নীড়- ৭৯, ১৩৫ ও ১৪১ শুভ উদ্বোধন ও আশীর্বাদ নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্ট-এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন
পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পূণ্যপিতা পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় অবনতি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি

একাধিক শারীরিক জটিলতার পাশাপাশি ফুসফুসের সংক্রমণের রয়েছে তাঁর। তাই তাঁকে গত ১৪ ফেব্রুয়ারি ভর্তি করা হয় ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে।

শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, পোপ ফ্রান্সিস ‘দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন। গতকালের চেয়ে তার অবস্থা আরও অবনতি হয়েছে। ‘মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি বিপদমুক্ত নন।’

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। এর আগে ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান এক বিবৃততে জানায়, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসা দেয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরও জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’ আর তার শরীরে জ্বর নেই। 

ভ্যাটিকান আরও জানায়, পোপ ফ্রান্সিস সজাগ রয়েছেন এবং দিনের বেশির ভাগ সময় কেবলমাত্র চেয়ারেই কাটিয়েছেন, যদিও আগের দিনের তুলনায় বেশি কষ্ট পাচ্ছেন।

পোপ চান তাঁর স্বাস্থ্য নিয়ে খোলাখুলি জানানো হোক, তাই ভ্যাটিকান প্রতিদিন তার শারীরিক অবস্থার বিষয়ে তথ্য প্রকাশ করছে। তবে সাম্প্রতিক বিবৃতি সবচেয়ে স্পষ্ট এবং বিস্তারিত।


রোমের জেমেলি হাসপাতাল

মাত্র একদিন আগেও চিকিৎসকরা বলেছিলেন, তিনি ওষুধে সাড়া দিচ্ছেন, তবে তাঁর অবস্থা অত্যন্ত জটিল। চিকিৎসকদের মতে, সামান্য পরিবর্তনও তাঁর ‘নাজুক ভারসাম্য’ বিঘ্নিত করতে পারে।

ছোটবেলায় প্লুরিসি (ফুসফুসের আবরণে প্রদাহ) হওয়ার কারণে তিনি ফুসফুসের সংক্রমণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলা হয়েছিল।

এদিকে পোপের সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে কথা বলেছেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান যোসে ওমেলাও। কার্ডিনাল ওমেলা গির্জার ধারাবাহিকতার ওপর জোর দিয়ে বলেন, ‘পোপ বদলায়, আমরা বিশপরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবাই বদলায়। কিন্তু ট্রেনটি চলতেই থাকে।’ তবে পোপ ফ্রান্সিস সম্প্রতি স্পষ্টভাবেই জানিয়েছেন, যদি স্বাস্থ্যগত সমস্যা যথেষ্ট গুরুতর হয়ে ওঠে তবে তিনি পদত্যাগ করার কথা বিবেচনা করবেন।


নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫"  শুরু;  পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

আগামী ১০ এপ্রিল "এসএসসি-২০২৫" শুরু; পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা