ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫
সংবাদ শিরোনাম :
পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি হাউজিং সোসাইটির কর্মকর্তা-কর্মীবৃন্দের বার্ষিক “রিট্রিট-২০২৫” অনুষ্ঠিত অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিট ইয়ুথ ফেস্ট টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ হিটলারের মৃত্যু আসলে কীভাবে হয়েছিল, ৮০ বছর পর জানা গেল নতুন তথ্য শ্রদ্ধা ও ভালোবাসায় পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকে স্মরণ ​​​​​​​“পোপ ফ্রান্সিস একজন উত্তম মেষপালক”; অন্তেষ্টিয়ার খ্রিষ্টযাগে কার্ডিনাল রে লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে পোপ ফ্রান্সিস যে গির্জায় বারবার ফিরে আসতেন - সেখানেই তাঁর শেষ বিশ্রামস্থল হিসেবে বেছে নিলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে পোপ ফ্রান্সিসের মৃতদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভ্যাটিকানে কার্ডিনালদের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ১০.০০ টায়  পুণ্যপিতা পোপ ফ্রান্সিস মারা গেছেন

পুনরুত্থান পর্ব উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ধরেন্ডা যুব কল্যাণ সংঘ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:১১:৪২ অপরাহ্ন
পুনরুত্থান পর্ব উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ধরেন্ডা যুব কল্যাণ সংঘ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধরেন্ডা যুব কল্যাণ সংঘ

পুনরুত্থান পর্ব উপলক্ষ্যে ২১ এপ্রিল ২০২৫ খ্রিঃ সোমবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ধরেন্ডা যুব কল্যাণ সংঘ। 

অনুষ্ঠানে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের সভাপতি মি. বর্ষন মাথিয়াস গমেজের সভাপতিত্বে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। 




গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপলল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার অমল ডি' ক্রুজ এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রেসিডেন্ট মি. উজ্জ্বল শিমন রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মি. মাইকেল জন গমেজ, সাভার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মি. মিল্টন ডি. রোজারিও, সাভার ওয়াইএমসিএ এর প্রেসিডেন্ট মি. চয়ন এল. রোজারিও এবং উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সম্মানিত আহবায়ক মি. হিল্টন ডগলাস গমেজ। 



এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সম্মানিত পৃষ্ঠপোষক, উপদেষ্টা, প্রাক্তন কর্মকর্তাবৃন্দ এবং ধর্মপল্লীর গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানে ধরেন্ডা গ্রামসহ ধর্মপল্লীর প্রতিভাবান শিল্পীবৃন্দ, শিশু-কিশোর এবং যুবক-যুবতীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা মঞ্চস্থ করেন। নাচ, গান, নাটকসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য।

নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
পোপ লিও চতুর্দশ  উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি'

পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি'