ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাউজিং সোসাইটি শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু না ফেরার দেশে ​​​​​​​চলে গেলেন “শা‌ন্তির নীড়” গেস্ট হাউজের কর্মী সাধন চিরাণ  আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাউজিং সোসাইটি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৯:১৫:১৯ পূর্বাহ্ন
মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাউজিং সোসাইটি প্রতিবাদলিপি
হাউজিং সোসাইটিকে জড়িয়ে সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সম্পর্কে মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ

গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামে একটি অনিবন্ধিত পেইজ থেকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ সম্পর্কিত সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনকে জরিয়ে মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট, দূরভীসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটির প্রতিবেদক হিসাবে জবিউল্লাহ আশরাফী ও সালেহ কায়সার দু’জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। নামধারী পেইজটি হতে প্রচারিত মিথ্যা-বানোয়াট তথ্য ও বিভ্রান্তিমূলক রিপোর্টটির বিরুদ্ধে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিষ্ঠানের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়েছে যে, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এ বিগত ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটপ্রদানের মাধ্যমে বর্তমান পরিষদকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন। নির্বাচন পরবর্তীতে সাবেক চেয়ারম্যান তিনি তার পরিষদকে নিয়ে বর্তমান পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। বর্তমান বোর্ড ধারাবাহিকভাবে অত্যন্ত সুষ্ঠভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। কিন্তু রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে সাবেক চেয়ারম্যান কর্তৃক সোসাইটি হতে ৫০০০ কোটি টাকা দুর্নীতি করে পাচার করা হয়েছে। বর্তমান বোর্ড এই মিথ্যা-ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, হাউজিং সোসাইটি প্রতিষ্ঠাকালীন সময় হতে বর্তমান সময় পর্যন্ত ৫০০০ কোটি টাকার সম্পদ-পরিসম্পদের পরিমাণ কোন অর্থবছরেই বার্ষিক প্রতিবেদনে উল্লেখ নেই। আমরা মনে করি, একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে গুটি কয়েক সাংবাদিককে অর্থের প্রতি প্রলুব্ধ করে এই নামধারী পেইজের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেছেন। 

তারা আরও বলেন, হাউজিং সোসাইটি সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় প্রতি বছর সরকারী অডিট কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মাধ্যমে সিদ্ধান্তক্রমে তা অনুমোদন করা হয়। সোসাইটির কার্যক্রম কোন কার্যক্রমই বোর্ডের সর্বসম্মতি ছাড়া সিদ্ধান্ত ও গৃহীত হয় না এবং বোর্ড সভার অনুমোদনক্রমে পরবর্তীতে সাধারণ সভায় সদস্যদের সিদ্ধান্তক্রমেই তা বাস্তাবায়িত হয়। সুতরাং  হাউজিং সোসাইটির বিগত অর্থবছরগুলোতে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনগুলোতেও উল্লেখিত পরিমাণ অর্থের কোন তথ্য-উপাত্ত নেই । ব্যবস্থাপনা কমিটি আরও জানান, রিপোর্টটির শুরুতে যেভাবে সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনকে উপস্থাপন করা হয়েছে এতে অনেক সদস্যগণ মনে করছেন তিনি এখনও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবাদলিপিতে আরও উল্লেখ্য করা হয়েছে সাবেক চেয়ারম্যান তার দক্ষ নেতৃত্বের দ্বারা ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের ফলে হাউজিং সোসাইটির উন্নয়ন অগ্রযাত্রায় অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে এবং সোসাইটিকে দেশের আর্থসামাজিক প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে পরিচিতি এনে দিতে সক্ষম হয়েছেন যা সমাজে সত্যিই বিরল। সাবেক চেয়ারম্যান সম্পর্কে বর্তমান বোর্ড জানান, তিনি সোসাইটিতে দায়িত্বকালীন সময়ে তার মেধা, শ্রম দিয়ে যেভাবে উন্নয়ন করেছেন বিশেষ করে ঢাকা শহরে অত্যন্ত সহজ কিস্তিতে সদস্যদের একটি আবাসন ব্যবস্থা, সহজ কিস্তিতে একটি গর্বিত প্লটের মালিক হতে সহায়তা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। সাবেক চেয়ারম্যান তার পরিষদ নিয়ে কয়েকটি আয়বর্ধকমূলক প্রকল্প বাস্তবায়ন শেষ কার্যক্রম চালু করে দিয়েছেন। বিশেষ করে নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্ট, শান্তির নীড় গেস্ট হাউজ, নীড় থিমপার্ক এবং রেস্টুরেন্ট, নীড় ছাত্রী হোস্টেলসহ প্রকল্প তৈরী করে দিয়েছেন এতে করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।  

বর্তমান বোর্ড আরও জানান,  সাবেক চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে সকল কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে এবং এতে কোনরূপ অর্থ তছরূপ বা দুর্নীতির কোন প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। সাবেক চেয়ারম্যান তার কার্যক্রমের সাফল্যে বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয় হতে জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী স্বর্ণপদক পুরস্কার ও হাউজিং সোসাইটিকে প্রতিষ্ঠান হিসেবে জাতীয় শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পুরস্কার অর্জনে সফলতা  অর্জন করেছেন বলে জানানো হয়। সোসাইটির প্রতি সদস্যদের আস্থা ও বিশ্বাস অটুট রয়েছে বলেই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।  আরও বলা হয়েছে যে, হাউজিং সোসাইটির প্রতিষ্ঠান সম্পর্কে এহেন মিথ্যা, বানোয়াট অসত্য তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় সচেতন সদস্যগণ প্রচারকারীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। সচেতন সদস্যগণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় আইনী ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী করছেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে। 

হাউজিং সোসাইটির বর্তমান বোর্ড সম্মানিত সদস্যদের এই সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা-বানোয়াট ও আতঙ্ক সৃষ্টিকারী বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের প্ররোচনায় প্ররোচিত না হতে আহ্বান জানিয়েছেন এবং এদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাউজিং সোসাইটি

মিথ্যা-ভিত্তিহীন-বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাউজিং সোসাইটি