ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম :
হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি ওস্তাদ জাকির হোসেন আর নেই মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ​​​​​​​মুজিবনগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা ও প্রাক-বড়দিন-২০২৪ অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে, রুটিন প্রকাশ ​​​​​​​হাউজিং সোসাইটির তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ অনুষ্ঠিত জয়পুরে অমলোদ্ভবা ধন্যা কুমারী মারীয়ার তীর্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত মি. আগষ্টিন পিউরীফিকেশনের বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা ​​​​​​​নদ্দায় অনুষ্ঠিত হলো হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা হাউজিং সোসাইটির "নীড় ছাত্রী হোস্টেল" -এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত নবম-দশম শ্রেণির বইতে ৭ গদ্য, ৪ কবিতা বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা হাউজিং সোসাইটির মঠবাড়ী ধর্মপল্লীতে নতুন সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি:’ -এর শুভ উদ্বোধন ও ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নীড় সংবাদ ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দু‍র্বৃ‍ত্তদের হামলা মোহাম্মদপুর খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এই মৌসুমে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে মনিপুরীপাড়ায় হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মহাকালের যাত্রা’

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মহাকালের যাত্রা’ ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মহাকালের যাত্রা’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘মহাকালের যাত্রা’। ৬ সেপ্টেম্বর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম।
 

একজন শিল্পী হিসেবে মাসুদুর রহমানের যাত্রা এক বিশালতা ও শূন্যতার অন্বেষণে ব্যাপ্ত। তার কাজগুলি রূপ এবং নিরাকারের মধ্যে এক জটিল যোগাযোগ তৈরি করে এবং একটা আশ্চর্য দ্বৈততা উপস্থাপন করে, যা জীবনেরই অন্তর্নিহিত। ‘মহাকালের যাত্রা’র মাধ্যমে মাসুদুর রহমান শিল্পের প্রতি তার মননশীল এবং দার্শনিক পদ্ধতির একটি জানালা উন্মোচিত করেন, যেখানে মহাজাগতিক এবং পার্থিব, বিমূর্ততা এবং  মুহূর্তকরণের  একটি নিরবচ্ছিন্ন নৃত্য দীপ্যমান।

শিল্পী মাসুদুর রহমান ড্রইং করতে পছন্দ করেন। ড্রয়িং কে তিনি মহাজাগতিক যাত্রা হিসেবে দেখেন, যেখানে লাইনগুলি তার মহাকাশযান হিসেবে কাজ করে। এই দৃষ্টিভঙ্গি তাকে শিল্পের রহস্যময় গভীরতা অন্বেষণে নিয়ে যায়, যাকে সে  জীবনের আনন্দের উৎস বলে মনে করে। তিনি তার শিল্পকর্মের মাধ্যমে  মহাবিশ্বকে উপলব্ধি করেন, যে মহাবিশ্বের কেন্দ্রীয় চরিত্রে এবং কেন্দ্রবিন্দুতে মানুষকে দেখতে পাওয়া যায়।

মাসুদুর রহমানের ভাষায়, ‘মহাকাল এবং মহাশূন্যতার যে বোধ মানুষের মনে সদা জাগ্রত, সে বোধই তার সৃষ্টি, প্রেম ও জীবনে এক অতল গভীরতা দান করে। মূলত এই অনন্ত শূন্যতাই আমাদের মৌলিক রূপ। আমি সেই শূন্যতার ভেতর থেকে একবার আকারে আরেকবার নিরাকারে রচিত হই বারবার। এই আকার আর নিরাকারের যুগল রূপই জীবন। ঠিক এভাবেই আমার শিল্প রচনা মূর্ততা ও বিমূর্ততায় ব্যাপ্ত অভিব্যক্তি।’

মাসুদুর রহমানের জন্ম বরিশালে। বর্তমানে ঢাকায় বসবাসরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে তিনি অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন।

‘মহাকালের যাত্রা’ প্রদর্শনীটি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, রবিবার সাপ্তাহিক বন্ধ। এটি সবার জন্য উন্মুক্ত।

কার্টেসিঃ ঢাকা ট্রিবিউন 


নিউজটি আপডেট করেছেন : Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি