ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মহাকালের যাত্রা’

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মহাকালের যাত্রা’ ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মহাকালের যাত্রা’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘মহাকালের যাত্রা’। ৬ সেপ্টেম্বর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম।
 

একজন শিল্পী হিসেবে মাসুদুর রহমানের যাত্রা এক বিশালতা ও শূন্যতার অন্বেষণে ব্যাপ্ত। তার কাজগুলি রূপ এবং নিরাকারের মধ্যে এক জটিল যোগাযোগ তৈরি করে এবং একটা আশ্চর্য দ্বৈততা উপস্থাপন করে, যা জীবনেরই অন্তর্নিহিত। ‘মহাকালের যাত্রা’র মাধ্যমে মাসুদুর রহমান শিল্পের প্রতি তার মননশীল এবং দার্শনিক পদ্ধতির একটি জানালা উন্মোচিত করেন, যেখানে মহাজাগতিক এবং পার্থিব, বিমূর্ততা এবং  মুহূর্তকরণের  একটি নিরবচ্ছিন্ন নৃত্য দীপ্যমান।

শিল্পী মাসুদুর রহমান ড্রইং করতে পছন্দ করেন। ড্রয়িং কে তিনি মহাজাগতিক যাত্রা হিসেবে দেখেন, যেখানে লাইনগুলি তার মহাকাশযান হিসেবে কাজ করে। এই দৃষ্টিভঙ্গি তাকে শিল্পের রহস্যময় গভীরতা অন্বেষণে নিয়ে যায়, যাকে সে  জীবনের আনন্দের উৎস বলে মনে করে। তিনি তার শিল্পকর্মের মাধ্যমে  মহাবিশ্বকে উপলব্ধি করেন, যে মহাবিশ্বের কেন্দ্রীয় চরিত্রে এবং কেন্দ্রবিন্দুতে মানুষকে দেখতে পাওয়া যায়।

মাসুদুর রহমানের ভাষায়, ‘মহাকাল এবং মহাশূন্যতার যে বোধ মানুষের মনে সদা জাগ্রত, সে বোধই তার সৃষ্টি, প্রেম ও জীবনে এক অতল গভীরতা দান করে। মূলত এই অনন্ত শূন্যতাই আমাদের মৌলিক রূপ। আমি সেই শূন্যতার ভেতর থেকে একবার আকারে আরেকবার নিরাকারে রচিত হই বারবার। এই আকার আর নিরাকারের যুগল রূপই জীবন। ঠিক এভাবেই আমার শিল্প রচনা মূর্ততা ও বিমূর্ততায় ব্যাপ্ত অভিব্যক্তি।’

মাসুদুর রহমানের জন্ম বরিশালে। বর্তমানে ঢাকায় বসবাসরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে তিনি অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন।

‘মহাকালের যাত্রা’ প্রদর্শনীটি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, রবিবার সাপ্তাহিক বন্ধ। এটি সবার জন্য উন্মুক্ত।

কার্টেসিঃ ঢাকা ট্রিবিউন 


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।