ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

​​​​​​​ইষ্টার সানডে উপলক্ষে ৮০টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান 

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৯:৩২:১৭ পূর্বাহ্ন
​​​​​​​ইষ্টার সানডে উপলক্ষে ৮০টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান  ''সোসাইটি অব সেন্ট ভিনসেন্ট ডি’ পল”-হলি রোজারি কনফারেন্স

প্রেস বিজ্ঞপ্তি 

সোসাইটি অব সেন্ট ভিনসেন্ট ডি’ পল”-হলি রোজারি কনফারেন্স ইষ্টার সানডে উপলক্ষে গত ১২ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় তেজগাঁও হলি রোজারি কনফারেন্স এর পক্ষ থেকে ৮০ টি পরিবার, যারা নিঃস্ব-অসহায়, দুস্থ, দীন-দরিদ্র তাদের মাঝে ৮০,০০০/- নগদ অর্থ দিয়ে আর্থিক সাহায্য করেছেন। এ মহতী অনুষ্ঠানে তেজগাঁও ধর্মপল্লীর শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ প্রার্থনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন এবং দৃষ্টি প্রতিবন্ধি মালা গমেজকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

উল্লেখ্য, ইষ্টারের পুর্বের শনিবার ও রবিবারে খ্রীষ্টযাগের পর ভিনসেনসিয়ানগন  দানবাক্সের মাধ্যমে খ্রিষ্টভক্তদের নিকট থেকে দান সংগ্রহ করে অসহায়, দুস্থ, দীন-দরিদ্রদের কাছে এ অর্থ বিতরন করেন। এই উদার দানে আমাদের পাশে বিভিন্ন দাতাসংস্থা, উপকারী বন্ধু, ভিনসেন্ট ডি. পলের সদস্যবৃন্দ ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তেজগাঁও হলি রোজারি কনফারেন্স এর পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞ জ্ঞাপন করছে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি রোজারি কনফারেন্স এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেমস মুকুল হালদার এবং সঞ্চালনা করেন কনফারেন্স এর সেক্রেটারী  চয়ন ষ্টিফেন রোজারিও ।

সংবাদদাতা: চয়ন ষ্টিফেন রোজারিও

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।