ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

প্রথম বাণিজ্যিক ‘স্পেসওয়াক’ করলেন এক ধনকুবের

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ১২:৫৩:০২ পূর্বাহ্ন
প্রথম বাণিজ্যিক ‘স্পেসওয়াক’ করলেন এক ধনকুবের মহাশূন্যে মহাকাশযানের বাইরে মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। ১২ সেপ্টেম্বর ২০২৪ । ছবি: রয়টার্স

বিবিসি

প্রথম অপেশাদার ক্রু হিসেবে ‘স্পেসওয়াক’ সম্পন্ন করেছেন এক ধনকুবের ও এক প্রকৌশলী।

বিশ্বের প্রথম বেসরকারি (প্রাইভেট) তথা বাণিজ্যিকভাবে পরিচালিত এই স্পেসওয়াক সম্পন্নকারী দুজন হলেন জ্যারেড আইজ্যাকম্যান ও সারাহ গিলিস।
 

জ্যারেড মার্কিন ধনকুবের। ৪১ বছর বয়সী এই উদ্যোক্তা ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট৪-এর প্রতিষ্ঠাতা ও সিইও।
 

অন্যদিকে সারাহ একজন মার্কিন প্রকৌশলী। তিনি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের প্রকৌশলী।
 

মহাশূন্যে থাকাকালে মহাকাশযান থেকে বাইরে বের হওয়াকে ‘স্পেসওয়াক’ বলে।
স্পেসএক্সের এই মিশনটির নাম ‘পোলারিস ডন’। এই মিশনে মোট চারজন মহাকাশচারী অংশ নেন। তাঁদের মধ্যে দুজন ‘স্পেসওয়াক’ করেন। অভিযানে অংশ নেওয়া বাকি দুজন ক্যাপসুলের ভেতরে ছিলেন।
 

গতকাল বৃহস্পতিবার দুই মহাকাশচারী জ্যারেড ও সারাহ স্পেসএক্সের ক্যাপসুল (ক্রু ড্রাগন) থেকে বেরিয়ে প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ‘স্পেসওয়াক’ করেন।
 

জ্যারেড ও সারাহর পরনে ছিল বিশেষভাবে নকশা করা নতুন পোশাক (স্পেসস্যুট)। তাঁরা প্রত্যেকে প্রায় ১০ মিনিট মহাকাশযানের বাইরে কাটান।
 

সাদা রঙের ক্যাপসুলটি যখন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার ওপরে ছিল, তখন দুই ক্রু বাইরে বের হন। ছবি-ভিডিওতে নীল-সাদা পৃথিবী দেখা যায়। প্রথমে ক্যাপসুল থেকে বের হন জ্যারেড, পরে সারাহ।
 

প্রথম বাণিজ্যিক এই স্পেসওয়াক মিশনের অর্থায়ন করেছেন জ্যারেড। এই মিশনের আগে শুধু সরকারি অনুদানপ্রাপ্ত মহাকাশ সংস্থাগুলোর মাধ্যমেই মহাকাশচারীরা স্পেসওয়াক করেন।
 


: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।